ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে সংসদ টেলিভিশনের ক্লাস

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪১, ২৫ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে সংসদ টেলিভিশনের ক্লাস

সংসদ টেলিভিশনে মাধ্যমিক (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) পর্যায়ের শিক্ষা কার্যক্রমের সম্প্রচার আগামী ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে। এ সময়ে পূর্বে সম্প্রচার করা ক্লাসগুলোর পুনঃপ্রচার করা হবে।

সোমবার (২৫ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (প্রশিক্ষণ) অধ্যাপক ড. প্রবীর কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, ১ জুন থেকে যথারীতি নতুন ক্লাসের সম্প্রচার শুরু হবে।  ক্লাস রুটিন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে যথাসময়ে প্রকাশ করা হবে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্কুল বন্ধ থাকায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ‘আমার ঘরে আমার স্কুল’ শিরোনামে সংসদ টেলিভিশনে ক্লাস সম্প্রচার করছে। গত ২৯ মার্চ এ ক্লাস শুরু করে মাউশি।


ঢাকা/ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়