ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মাদ্রাসার ক্লাস প্রচার হবে সামাজিক যোগাযোগ মাধ্যমেও

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৭, ২৬ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মাদ্রাসার ক্লাস প্রচার হবে সামাজিক যোগাযোগ মাধ্যমেও

করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ক্ষতি পুষিয়ে নিতে সংসদ টেলিভিশনে পাঠদান চলছে। টেলিভিশনে নিয়মিত ক্লাস চললেও অনেক শিক্ষার্থী বিদ্যুত বিভ্রাট বা টেলিভিশন না থাকায় সেগুলো দেখতে পাচ্ছেন না। যদিও পাঠদানের বিষয়বস্তু ইউটিউব চ্যানেল এবং কিশোর বাতায়নে রয়েছে। এসব ক্লাসে সবার যোগদান নিশ্চিত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করবে মাদ্রাসা অধিদপ্তর।

এ বিষয়ে অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সফিউদ্দিন আহমেদ মঙ্গলবার বলেন, অনেকে নানা কারণে ক্লাস মিস করে। তাদের ক্ষতি পুষিয়ে নিতে ক্লাসগুলো অনলাইনে দেওয়া আছে। এ সকল কনটেন্ট শিক্ষার্থীরা যাতে বারবার দেখতে পারে সেজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে জেলাভিত্তিক বড় বড় মাদ্রাসায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসনের সহযোগিতা নিতে পারবে প্রতিষ্ঠানগুলো।


ঢাকা/ইয়ামিন/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়