ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কাতারে একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠানে পাসের হার ৯৬.৮৭

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৮, ৩১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কাতারে একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠানে পাসের হার ৯৬.৮৭

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।  এতে কাতারে একমাত্র বাংলাদেশি শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ মাশুর-উল-হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও কলেজে ৬৪ পরীক্ষার্থীর মধ্যে ৬২ জন উত্তীর্ণ হয়েছে।  পাসের হার ৯৬ দশমিক ৮৭ শতাংশ। 

এর মধ‌্যে ১৫ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে এবং ৩৫ জন জিপিএ-৪ পেয়ে উত্তীর্ণ হয়েছে।  আর ফেল করেছে ২ জন।

শিক্ষাপ্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটির পরিচালক, অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ সব শিক্ষার্থীদের উজ্জ্বল ফলাফলের জন্য অভিনন্দন ও প্রশংসা করেন।

এদিকে বাংলাদেশ মাশুর-উল-হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও কলেজের চেয়ারম্যান এবং কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আশুদ আহমেদ সব শিক্ষার্থী এবং অভিভাবকদের পাশাপাশি সংশ্লিষ্ট অনুষদকে অভিনন্দন জানিয়েছেন।

তিনি আশা করেন, শিক্ষকেরা পাবলিক পরীক্ষায় ক্রমাগত ভালো ফলাফল ধরে রাখতে তাদের প্রচেষ্টা অব্যাহতভাবে চালিয়ে যাবেন।


ঢাকা/হাসান/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়