ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কারিগরির ‘স্টেপ’ প্রকল্পে অনিয়ম, তদন্তে নামছে শিক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১২, ২ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কারিগরির ‘স্টেপ’ প্রকল্পে অনিয়ম, তদন্তে নামছে শিক্ষা মন্ত্রণালয়

কারিগরি শিক্ষার উন্নয়নে নেওয়া ‘স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (স্টেপ)’ এর কাজে ভয়াবহ অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে।

প্রায় ১ হাজার ৮০০ কোটি টাকার এ প্রকল্পের কয়েক কর্মকর্তার একটি চক্র নির্দিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে কেনাকাটার নামে অর্থ লোপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ অনিয়ম-দুর্নীতি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২ জুন) মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্টেপ প্রকল্প নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়া প্রতিবেদন খতিয়ে দেখা হবে। এজন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কারিগরি ও মাদরাসা বিভাগের অতিরিক্ত সচিব (অডিট ও আইন) মো. বিল্লাল হোসেনকে আহ্বায়ক করে একই বিভাগের যুগ্ম সচিব মো. মনজুর হাসান ভুঁইয়া ও উপ-সচিব মোহাম্মদ মিজানুর রহমান ভুঁইয়াকে সদস্য করে কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ বিবেচনায় নিয়ে তদন্ত করবেন। দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন দেবেন তারা। সংশ্লিষ্টদের বক্তব্য নিয়ে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।



ইয়ামিন/রফিক 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়