ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নটর ডেমসহ ৪ কলেজের ভর্তি কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৮, ৩ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নটর ডেমসহ ৪ কলেজের ভর্তি কার্যক্রম স্থগিত

নটর ডেম কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজের ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বুধবার (৩ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এখনও একাদশে ভর্তির বিষয়ে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।  পরিস্থিতি স্বাভাবিক হলে আগের নিয়মে হবে নাকি সবার জন্য একই পদ্ধতি হবে, এ বিষয়ে নির্দেশনা দেওয়া হবে।  তবে আপাতত ভর্তি কার্যক্রম স্থগিত থাকবে।

এর আগে গতকাল মঙ্গলবার রাজধানীর মিশনারিজ চারটি কলেজকে এবারও (২০২০-২১ শিক্ষাবর্ষ) একাদশ শ্রেণিতে নিজস্ব প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তির অনুমতি দেওয়া হয়।  স্বাস্থ্যবিধি মেনে আগামী ২০ জুনের মধ্যে এসব কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড।

মঙ্গলবার নির্দেশনায় বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে কলেজগুলোকে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে নিজস্ব প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তির অনুমতি দেয়। বিষয়টি জানিয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছিল। সে পরিপ্রেক্ষিতে ২০ জুনের মধ্যে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে কলেজগুলোকে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া শেষ করতে বলা হয়।

কবে একাদদের ভর্তি প্রক্রিয়া শুরু হবে—এ বিষয়ে জানতে চাইলে কলেজ পরিদর্শক অধ্যাপক হারুন-অর-রশিদ জানান, আমরা ভর্তির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি।  সেখান থেকে আমাদের যখনই অনুমতি দেবে, তখনই প্রক্রিয়া শুরু হবে।  তবে এখন পর্যন্ত আমাদের কাছে কোনও নির্দেশনা আসেনি।

 

ইয়ামিন/সাইফ 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়