ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সারাদেশের ২৪৯ প্রাথমিক শিক্ষক করোনা আক্রান্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২১, ২৩ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সারাদেশের ২৪৯ প্রাথমিক শিক্ষক করোনা আক্রান্ত

মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৪৯ জন শিক্ষক। এছাড়া প্রাথমিক শিক্ষা পরিবারের আরও ৩৬ জন কর্মকর্তা, ২২ জন কর্মচারী ও ১৩ জন শিক্ষার্থী কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন।  মোট আক্রান্তের সংখ্যা ৩২০ জন।  এর মধ্যে পাঁচজন শিক্ষক ও একজন কর্মকর্তাসহ মোট ছয় মারা গেছেন।

মঙ্গলবার (২৩ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা আপডেটে এসব তথ্য জানানো হয়।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৪৮ জন সুস্থ হয়েছেন।  আর গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ জন।  তারা উভয়েই শিক্ষক।  তাদের বাড়ি খুলনা বিভাগে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ এ বিষয়ে বলেন, প্রাথমিক শিক্ষার সঙ্গে সংশ্লিষ্টরা করোনায় আক্রান্ত হলে চিকিৎসাসহ তাদের সার্বিক সহায়তা দিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। আর সঠিক তথ্য জানতে নিয়মিত তথ্য সংগ্রহ করে ওয়েবসাইটে হালনাগাদ করা হচ্ছে।

জানা গেছে, আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ১১৮ জন, রাজশাহী বিভাগে ২৪ জন, চট্টগ্রামে ৮৬ জন, খুলনায় ১২ জন, বরিশালে ১৮ জন, সিলেটে ৩৪ জন, রংপুরে ১৭ জন এবং ময়মনসিংহে ১১ জন রয়েছেন।

 

ঢাকা/হাসান/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়