ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৯, ১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবি

রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আল্টিমেটাম দিয়েছেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতি।

বুধবার (১ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে করা মানববন্ধনে এ আল্টিমেটাম ঘোষণা করেন শিক্ষক নেতারা।

আগামী ৯ আগস্টের মধ্যে জাতীয়করণের ঘোষণা না আসলে দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচিসহ কঠোর কর্মসূচি পালনের হুমকি দিয়েছেন তারা।

মানববন্ধনে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণসহ সাতটি দাবি জানানো হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে—কোডবিহীন মাদ্রাসাগুলোকে বোর্ড কর্তৃক কোড নম্বর দেওয়া। স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা নীতিমালা-২০১৮ সংশোধন করে আলিম শিক্ষক একজনের পরিবর্তে এইচএসসি পাশ একজনকে অন্তর্ভুক্ত করা। প্রাথমিকের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় অফিস সহায়ক নিয়োগ। ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের জন‌্য প্রশিক্ষণের ব্যবস্থা করা। আসবাবপত্র সরবরাহ ও ভবন নির্মাণ এবং স্থায়ী রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা কাজী ফয়জুর রহমান। বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব কাজী মোখলেছুর রহমান। উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মুফতি মাসুম বিল্লাহ নাফেয়ী, সিনিয়র সহ-সহভাপতি মাওলানা শাহজাহান, এ বি এম আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি আবু মুসা ভুঁইয়া, যুগ্ম মহাসচিব মাহমুদুল হাসান, মো. শামসুল আলম সাংগঠনিক সম্পাদক বশির উল্লাহ আতাহারী প্রমুখ।


ঢাকা/ইয়ামিন/রফিক 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়