ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনায় প্রাথমিকের ৮ শিক্ষক-কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৫, ৫ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনায় প্রাথমিকের ৮ শিক্ষক-কর্মকর্তার মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাথমিকের সাতজন শিক্ষক ও একজন কর্মকর্তা মারা গেছেন। এছাড়া, ৪১৮ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬৩ জন সুস্থ হয়েছেন।

রোববার (৫ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

অধিদপ্তর থেকে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ৪ জুলাই (শনিবার) নতুন করে কেউ আক্রান্ত হননি। ৩ জুলাই পর্যন্ত প্রাথমিকের ৩২২ জন শিক্ষক, ৪৮ জন কর্মকর্তা, ২৯ জন কর্মচারী ও ১৯ জন শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সাতজন শিক্ষক ও একজন কর্মকর্তা মারা গেছেন। এ পর্যন্ত ৬৩ জন সুস্থ হয়েছেন। তাদের মধ্যে ৪৬ জন শিক্ষক, সাতজন কর্মকর্তা, কর্মচারী তিনজন ও সাতজন শিক্ষার্থী রয়েছেন।

আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ১৪০ জন, রাজশাহী বিভাগে ৩৫ জন, চট্টগ্রামে ১২২ জন, খুলনায় ২৯ জন, বরিশালে ২১ জন, সিলেটে ৩৯ জন, রংপুরে ২১ জন ও ময়মনসিংহে ১১ জন রয়েছেন।

 

ইয়ামিন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়