ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঈদ বোনাস সরকারি নিয়মে ও শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪১, ৫ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঈদ বোনাস সরকারি নিয়মে ও শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ দাবি

এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস ২৫ শতাংশের পরিবর্তে সরকারি নিয়মে দেওয়াসহ মুজিববর্ষেই সব শিক্ষা প্রতিষ্ঠান একসাথে জাতীয়করণের দাবি জানানো হয়েছে।

রোববার (৫ জুলাই) বাংলাদেশ শিক্ষক সমিতি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াঁজো ফোরামের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

তাদের দাবি, এমপিওভুক্ত শিক্ষকরা বিভিন্নভাবে বেতন বৈষম্যের শিকার।  ১০০০ টাকা বাড়ি ভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা দীর্ঘ ৭ বছরেও পরিবর্তন হয়নি। এমপিওভুক্ত শিক্ষকরা সরকারিভাবে মাত্র ১২ হাজার ৫০০ টাকা বেতন পেয়ে থাকেন যা দিয়ে তাদের জীবন চলে না।  কলেজ শিক্ষকরা দীর্ঘ ১০ বছর চাকরি করে  অষ্টম গ্রেডে গেলে মাত্র ১০০০ টাকা বর্ধিত বেতন পেয়ে থাকেন। 

বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডে অতিরিক্ত ৪% কর্তন করা হলেও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা বিভিন্নভাবে হয়রানির শিকার। তারা অবসরকালীন সময়ে ঠিকমত চেক পাচ্ছে না। তাই বেসরকারি শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ড বিলুপ্ত করে সরকারি পেনশন ব্যবস্থা চালু করার অনুরোধ জানান তারা।


ইয়ামিন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়