ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল পেল কুষ্টিয়ার আদিবাসী শিক্ষার্থীরা

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৩, ১৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল পেল কুষ্টিয়ার আদিবাসী শিক্ষার্থীরা

সরকারি সহায়তা হিসেবে কুষ্টিয়ায় আদিবাসী শিক্ষার্থীরা পেল শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ ও বাইসাইকেল। 

কুমারখালী উপজেলা প্রশাসন সোমবার (১৩ জুলাই) আনুষ্ঠনিকভাবে এসব সহায়তা আদিবাসী ১৬০ জন শিক্ষার্থীর মাঝে  বিতরণ করে।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীবুল ইসলাম খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপ সচিব) মৃনাল কান্তি দে।  বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) এম এ মুহাইমিন আল জিহান, উপজেলা শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিন ও সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম।

২০১৯-২০ অর্থ বছরের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় কুমারখালী আদিবাসী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি ও ধলনগর আদিবাসী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির অনুকুলে বরাদ্দকৃত অর্থে আদিবাসী প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ৯০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক, প্রাথমিক পর্যায়ের ৫০ জনকে শিক্ষা উপকরণ ও মাধ্যমিক পর্যায়ের ২০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়।

 

কাঞ্চন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়