ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

যথাসময়ে বেতন চান বেসরকারি শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৭, ১৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
যথাসময়ে বেতন চান বেসরকারি শিক্ষকরা

সরকারি স্কুল-কলেজের শিক্ষকদের মতো নির্দিষ্ট সময়ে বেতন চান বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।

তাদের বক্তব‌্য, ‘আমরা সমান পরিশ্রম করে পাঠদান করছি। ক্ষেত্র বিশেষে আমাদের বেশিই শ্রম দিতে হয়, কিন্তু মূল্যায়নের ব্যাপারে আমরা পিছিয়ে।’

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের মুখপাত্র মো. নজরুল ইসলাম রনি বলেছেন, ‘সরকার মাস শেষ হতেই সরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন দিতে পারে। কিন্তু বেসরকারি শিক্ষকদের বেলায় কেন এ গড়িমসি? আমাদের কথা হচ্ছে, যথাসময়ে বেতন দিতে হবে। ২৫ শতাংশের পরিবর্তে শতভাগ ঈদ বোনাস দিতে হবে।’

জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও স্বীকৃতি কমিটির প্রধান সমন্বয়ক মোমিনুর রশিদ আমিন বলেন, ‘এটা হওয়া দরকার। এ বিষয়ে কাজ চলছে। বেতন দেওয়ার পুরো কার্যক্রম ডিজিটালাইজ হলে সরকারি সিস্টেমে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সরকারি অংশের টাকা সময়মতো পাবেন। এতে আমাদের ওপরও কাজের চাপ কমবে। তাদেরও উপকার হবে।’

 

 

ঢাকা/ইয়ামিন/রফিক 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়