ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সত্যজিৎকে নিয়ে পুত্রবধূ ললিতার স্মৃতিচারণা

আমিনুল ই শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৯, ২ মে ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সত্যজিৎকে নিয়ে পুত্রবধূ ললিতার স্মৃতিচারণা

সত্যজিৎ রায়

বিনোদন ডেস্ক : কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎকে নিয়ে স্মৃতিচারণা করলেন তার পুত্রবধূ ললিতা রায়। আজ জনপ্রিয় এ চলচ্চিত্রকারের জন্মবার্ষিকী। এ উপলক্ষে ভারতীয় সংবাদমাধ্যম মুখোমুখি হয় সত্যজিতের পুত্রবধূ ললিতা রায়ের।

সত্যজিৎ-বিজয়ার একমাত্র পুত্র সন্দীপ। প্রয়াত দিলীপ ও রেখা চট্টোপাধ্যায়ের কনিষ্ঠ কন্যা ললিতা রায়। ললিতার সঙ্গে সন্দীপের আকৈশোর বন্ধুত্ব ১৯৮৯ সালের ২৪ ডিসেম্বর পরিণয়ে রূপ নেয়। তারপর থেকে ললিতা এখনো সামলাচ্ছেন সত্যজিতের সংসার।

এ প্রসঙ্গে ললিতা বলেন, ‘আমি এ বাড়িতে আসার পরে বেশ কিছু দিনের মধ্যেই বাবা (সত্যজিৎ) অসুস্থ হয়ে পড়েন। ১৯৯০ সালের ২ জানুয়ারি। ইন্দ্রপুরী স্টুডিওতে ‘শাখা-প্রশাখা’র শুটিং শুরু হয়। ১৩ ফেব্রুয়ারি, স্টুডিওতে পৌঁছেই বাবা আবার অসুস্থ হয়ে পড়েন। ডাক্তার বলেছিলেন, ‘প্রয়োজনের বেশি ওষুধের ফলে সাময়িক দুর্বলতা।’

সত্যজিতের পরিবারে আসার পর তার অভিজ্ঞতার কথা এভাবেই বলেন ললিতা। কিছুটা সময় থেমে আবার শুরু করলেন ললিতা। তিনি বলেন, ‘শ্বশুরমশাইয়ের ৯৪তম জন্মদিনে বাড়িতে যে অগুনতি, অচেনা সত্যজিৎ ভক্তদের ঢল নামে, তা কেমন করে সামাল দিব তা নিয়ে খুবই চিন্তিত ছিলাম। তবে অবশেষে তা নানাভাবেই সামাল দেওয়া সম্ভব হয়।’

ললিতা সত্যজিতের জন্মদিনের অভিজ্ঞতা নিয়ে আরো বলেন, ‘আগে বাবার জন্মদিনে আত্মীয়স্বজন, পরিচিত বন্ধুবান্ধবেরা আসতেন। আর এখন প্রচুর অচেনা মানুষ আসেন। খুব অবাক হই, স্কুলের ছাত্রছাত্রী, ফিল্ম নিয়ে পড়াশোনা করা মানুষরা এ দিন আমাদের বাড়িতে চলে আসেন।’

সত্যজিতের পছন্দের কথা মাথায় রেখেই জন্মদিনে মিষ্টি, চপ আর ঢালাও শরবতের আয়োজন করা হতো। এসব সামাল দেওয়ার কথা বলতে বলতে ললিতা বললেন, ‘বাবার জন্মদিনে লোক আসা নিয়ে যেমন দুশ্চিন্তা হয়, তেমনই আবার হঠাৎ যদি দেখি লোক কম আসছে, তাতেও মনটা খারাপ হয়ে যায়।’  

 

 


রাইজিংবিডি/ঢাকা/২ মে ২০১৫/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়