ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ওয়ালটন সেন্ট্রাল জোনের অধিনায়ক রুবেল

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৬, ২৭ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটন সেন্ট্রাল জোনের অধিনায়ক রুবেল

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে গ্রুপ মিটিংয়ে ওয়ালটন সেন্ট্রাল জোন (ছবি: আব্দুল্লাহ আল মামুন)

ক্রীড়া প্রতিবেদক : প্রথম শ্রেণির ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম আসর মাঠে গড়াচ্ছে শনিবার।

টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ওয়ালটন সেন্ট্রাল জোন এবারও শিরোপা জয়ের মিশন নিয়ে মাঠে নামছে। দলটিকে নেতৃত্ব দেবেন স্পিন অলরাউন্ডার মোশাররফ হোসেন রুবেল। শুক্রবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুশীলনে অধিনায়ক হিসেবে রুবেলের নাম ঘোষণা করে ওয়ালটন কর্তৃপক্ষ।

আগের চার আসরেও ওয়ালটনকে নেতৃত্ব দিয়েছেন জাতীয় দলের হয়ে পাঁচটি ওয়ানডে খেলা রুবেল। ওয়ালটন সেন্ট্রাল জোনের আইকন ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের অনুপস্থিতিতে মোশাররফ রুবেল দলটিকে নেতৃত্ব দিয়ে আসছেন। এবারও তার ওপরে আস্থা রেখেছে ওয়ালটন কর্তৃপক্ষ।



রুবেলের হাত ধরে ২০১২ সালে বিসিএলের প্রথম আসরের শিরোপা ঘরে তোলে ওয়ালটন।  সবশেষ ২০১৬ সালে বিসিএলের শিরোপা পুনরুদ্ধার করে ওয়ালটন। এবারও একই লক্ষ্য নিয়ে শনিবার থেকে মাঠের লড়াইয়ে নামছে রুবেলের দল। 



রাইজিংবিডি/ঢাকা/২৭ জানুয়ারি ২০১৭/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়