ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মোবাইলে লাইভ বিপিএল দেখা ও পুরস্কার জেতার অ্যাপ

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৮, ৩১ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মোবাইলে লাইভ বিপিএল দেখা ও পুরস্কার জেতার অ্যাপ

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : দেশের টি-টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসর বাংলাদেশ প্রিমিয়াম লিগ বা বিপিএল মাঠে গড়াবে আগামী ৪ নভেম্বর থেকে।

জনপ্রিয় এই ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে ক্রিকেটপ্রেমীদের মনে আগ্রহের কমতি নেই। তাই বিপিএলের সব খবর জানতে উৎসাহী অনেকেই। যেমন বিপিএলের সময়সূচি, বিপিএলের কোন দলে কোন কোন দেশি এবং বিদেশি খেলোয়ার রয়েছে, বিপিএলের টিকেট মূল্য ও কেনার সুবিধা কিংবা মোবাইলে সরাসরি লাইভ বিপিএল দেখার সুযোগ।

বিপিএল নিয়ে ক্রিকেটপ্রেমীদের যাবতীয় আগ্রহ পূরণে দেশীয় অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান ডিকোড অ্যাপ তৈরি করেছে ‘বিপিএল বাজ ২০১৭’ নামক একটি চমৎকার অ্যাপ।

বিনা মূল্যের এই অ্যান্ড্রয়েড অ্যাপে বিপিএলের সব তথ্য ও সরাসরি খেলা দেখার সুবিধা রয়েছে। এছাড়াও এই অ্যাপ থেকে কেনা যাবে পছন্দের দলের জার্সি। আর খেলা চলাকালীন সময়ে কুইজে অংশগ্রহণ করে জিতে নেওয়া যাবে আকর্ষণীয় পুরস্কার। রয়েছে সাপ্তাহিক এবং বাম্পার কুইজ।

একনজরে বিপিএল বাজ ২০১৭ অ্যাপের ফিচারসমূহ
* বিপিএল ২০১৭ এর সময়সূচি

* অংশগ্রহণকারী ৭টি দলের বিবরণ

* দলগুলোর দেশি ও বিদেশি খেলোয়াড়ের নাম এবং খেলোয়াড়ের বিস্তারিত বিবরণ

* কুইজ এবং পুরস্কার

* লাইভ স্কোর

* দলগুলোর পয়েন্ট টেবিল

* বিপিএল সম্পর্কিত সব খবর এবং খবরের ভিডিও

* পছন্দের দলের জার্সি কেনার সুবিধা

* টিকেট মূল্য এবং কেনার সুবিধা

* সরাসরি বিপিএল দেখার সুবিধা।

বিপিএল বাজ ২০১৭ অ্যাপটি ডাউনলোড করা যাবে goo.gl/UEfuXL লিংক থেকে।



রাইজিংবিডি/ঢাকা/৩১ অক্টোবর ২০১৭/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়