ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ডিসেম্বরেই আসছে নেকাব্বরের মহাপ্রয়াণ

লিমন আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৬, ২০ নভেম্বর ২০১৩   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিসেম্বরেই আসছে নেকাব্বরের মহাপ্রয়াণ

নেকাব্বরের মহাপ্রয়াণ ছবির পোস্টার

বিনোদন প্রতিবেদক
ঢাকা, ২০ নভেম্বর: কবি নির্মলেন্দু গুণ’র কবিতা অবলম্বনে মাসুদ পথিক পরিচালিত সরকারি অনুপ্রাপ্ত চলচ্চিত্র ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ আনকাট সেন্সর পেয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী মাস ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে ছবিটি।

সেন্সরে প্রদর্শনীর সময় এর গল্প ও নির্মাণশৈলীর ব্যাপক প্রশংসা করেন বোর্ডের সদস্যবৃন্দ। তাদেরই একজন সেন্সর বোর্ডের সম্মানিত সদস্য কবি কাজী রোজী বলেন, ‘অসাধারণ, আমি সেন্সরবোর্ডের সদস্য হওয়ার পর এরকম ভালো সিনেমা দেখিনি। সত্যি ভিন্নধারার সিনেমা নেকাব্বরের মহাপ্রয়াণ।’

সেন্সরবোর্ডের ভাইস চেয়ারম্যান মুহম্মদ লিয়াকত আলি খান বলেন, ‘কবিতা থেকে এই রকম ভালো সিনেমা হতে পারে? আমার ধারনা সিনেমাটি দেশে ও দেশের বাইরে প্রশংসিত হবে বলে আমার বিশ্বাস।’

ছবির পরিচালক মাসুদ পথিক বলেন, ‘এই সিনেমাটিতে অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক রয়েছে। তাহলো এদেশের কৃষক সংগ্রামের ইতিহাস, মুক্তিযুদ্ধের চৈতন্য, গ্রাম বাংলার মানুষের জীবনাচার ও বাস্তবচিত্রের মর্মগাঁথা ভিন্ন দৃষ্টিভঙ্গিতে ওঠে এসেছে। ছবিটি সরল কাহিনির উপর ভিত্তি করে এগুলেও সিনেমার ভাষাগত ও শৈলীগত নৈপুণ্যের দিকটি সার্থক করার চেষ্টা করেছি। আসছে ডিসেম্বরেই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে।’

নেকাব্বরের মহাপ্রয়াণ ছবিতে নেকাব্বরের চরিত্রে জুয়েল জহুর, বাদল শহিদ, এবং তার স্ত্রী ফাতেমা চরিত্রে অভিনয় করেছেন সিমলা। এছাড়া কবির চরিত্রে অভিনয় করছেন নির্মলেন্দু গুণ এবং কবির তরুণ বয়সের চরিত্রে সৈয়দ জুবায়ের।

অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন প্রবীর মিত্র, মামুনুর রশীদ, অসীম সাহা, রেহানা জলি, এহসানুর রহমান, বেগম মন্টু, হাসি বুবু, শেখ সাহেদ আলী, সোহেল বয়াতি, কবিন্দ্র মল্লিক, হাসান আরিফ, ফারহানা শুচি, মহসিন খোন্দকার, মাসুম খান,  কাশেম মাল, সনজিব পুরোহিত, সৌমিত্র দেব, মাঈন মজুমদার, বাহার খান, মিতুল, হিমু, অমল রায় এবং পনের জন কবি প্রমুখ।

নেকাব্বরের মহাপ্রয়াণ ছবির সংগীত পরিচালনা করেছেন বেলাল খান, মুশফিক লিটু, প্রিন্স মাহমুদ, সাইম রানা, ও মাহমুদ সেলিম। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন মমতাজ, বারী সিদ্দিকী, বেলাল খান, পড়শী, প্রিয়াঙ্কা গোপ, সাইম রানা, দিদারুল করিম, বাপ্পিরাজ, বাদল শহীদ প্রমুখ। গান লিখেছেন নির্মলেন্দু গুণ, মাসুদ পথিক, অসীম সাহা, সাইম রানা ও অতনু তিয়াস।


রাইজিংবিডি/এলএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়