ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গাজীপুরে সড়ক দেবে-ধসে গেছে

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৮, ১২ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাজীপুরে সড়ক দেবে-ধসে গেছে

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কাপাসিয়া উপজেলায় কাপাসিয়া-শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের অর্ধেকাংশ দেবে এবং ধসে পড়েছে। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. ফকরুল আলম বাদল ও স্থানীয়রা জানান, উপজেলার দস্যু নারায়ণপুর বাজারের পূর্বপাশে শীতলক্ষ্যা নদীর তীরবর্তী কাপাসিয়া-শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কে রোববার ফটল দেখা যায়। সোমবার ভোরে হঠাৎ সড়কের ৪০০ ফুট দেবে এবং ধসে যায়। দেবে যাওয়া অংশে কলা, সুপারি, আমসহ গাছ-গাছালি রয়েছে। এ ঘটনার পর থেকে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদুল ইসলাম, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ইউপি সদস্য আরো জানান, কয়েক বছর আগে ওই এলাকায় জমি দেবে যাওয়ার অনুরূপ ঘটনা ঘটেছিল। 



রাইজিংবিডি/গাজীপুর/১২ ফেব্রুয়ারি ২০১৮/হাসমত আলী/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়