ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

লর্ডস টেস্টে জয়ের সুবাস পাচ্ছে পাকিস্তান

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ২৬ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লর্ডস টেস্টে জয়ের সুবাস পাচ্ছে পাকিস্তান

তিন বলের মধ্যে দুই উইকেট নেন মোহাম্মদ আমির

ক্রীড়া ডেস্ক : অধিনায়ক জো রুট যখন ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ফিরলেন, ইনিংস হার এড়াতে তখনো ৬৯ রান দরকার ইংল্যান্ডের। দুই বছর পর টেস্ট দলে ফেরা জস বাটলার ও অভিষিক্ত ডমিনিক বেসের সপ্তম উইকেট জুটিটা ইংল্যান্ডকে ইনিংস হারের লজ্জা থেকে বাঁচিয়েছে। তবে লর্ডসে হার এড়ানো স্বাগতিকদের জন্য কঠিনই। সিরিজের প্রথম এই টেস্টে জয়ের সুবাস পাচ্ছে পাকিস্তান।

প্রথম ইনিংসে ইংল্যান্ড অলআউট হয়েছিল ১৮৪ রানে। শনিবার তৃতীয় দিনের প্রথম সেশনে পাকিস্তানের প্রথম ইনিংস শেষ হয় ৩৬৩ রানে। প্রথম ইনিংসে পাকিস্তান পায় ১৭৯ রানের বড় লিড।

পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১ রানেই অ্যালিস্টার কুকের উইকেট হারায় ইংল্যান্ড। ৩১ রানে ফিরে যান আরেক ওপেনার মার্ক স্টোনম্যানও। 

তৃতীয় উইকেটে ডেভিড মালানকে নিয়ে প্রতিরোধ গড়েছিলেন রুট। এরপরই জোড়া ধাক্কা। দলীয় ৯১ রানে মোহাম্মদ আমিরের তিন বলের মধ্যে ফেরেন মালান ও জনি বেয়ারস্টো।

এরপর বেন স্টোকস ও এক প্রান্ত আগলে রাখা রুটও (৬৮) দ্রুতই ফিরলে ইংল্যান্ডের স্কোর হয়ে যায় ৬ উইকেটে ১১০। সেখান থেকে পঞ্চাশোর্ধ জুটি গড়ে ইনিংস হার এড়ান বাটলার ও বেস।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ১৯৬। লিড ১৭ রানের। বাটলার ৫০ ও বেস ৩৭ রানে অপরাজিত আছেন। 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ মে ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়