ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শনিবার ‘কাল রাত্রি’

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৯, ১০ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শনিবার ‘কাল রাত্রি’

বিনোদন ডেস্ক : পদাতিক নাট্য সংসদের আলোচিত প্রযোজনা ‘কাল রাত্রি’। আগামীকাল শনিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে মুক্তিযুদ্ধ ভিত্তিক এই প্রযোজনাটি। লামিসা শিরীন হোসাইনের ‘লোন সার্ভাইভার’ গল্প অবলম্বনে পদাতিকের ৩৮তম এ প্রযোজনার  নাট্যরূপ দিয়েছে ড. তানভীর আহমেদ সিডনী। নির্দেশনায় রয়েছেন- ওয়াহিদুল ইসলাম।

নাটকটির নির্দেশক ওয়াহিদুল ইসলাম বলেন, ‘‘রক্তস্নাত লড়াইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ নামের রাষ্ট্রের অভ্যুদয় ঘটেছিল। একাত্তরের এই লড়াইয়ে সব শ্রেণি পেশার মানুষ স্বার্থ ভুলে এক কাতারে এসে দাঁড়িয়েছিল। মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ ছিল উল্লেখ করার মতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ও আশেপাশের এলাকাকে অবলম্বন লামিসা শিরীন হোসাইন রচনা করেন ‘লোন সার্ভাইভার’ গল্প। এই গল্পের নাট্যকাঠামো ‘কালরাত্রি’।’’

নাটকটির বিভিন্ন চরিত্র রূপায়ন করেছেন- শাখাওয়াত হোসেন শিমুল, আকলিমা পুষ্প, মো. ইমরান খাঁন, সালমান শুভ চৌধুরী, ইকরামুল ইসলাম, জিনিয়া আজাদ, নুসরাত চমক, জবা, জিতু, নুসরাত শিমু, জয় মন্ডল, জীবন, ফরহাদ সুমন, শরীফুল ইসলাম, সুমন, প্রান্ত, শোভন, সবুজ, মশিউর রহমান, সৈয়দা শামছি আরা সায়েকা ও জেনিতা রহমান হিয়া।

নাটকটির আলোক পরিকল্পনায়- অতিকুল ইসলাম জয়, পোশাক ও কোরিওগ্রাফি- সাঈদা শামছি আরা, অডিও- ভিজ্যুয়াল- হামিদুর রহমান পাপ্পু, বাচিক- তাসমী চোধুরী

২০১৬ সালের ৬ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়।




রাইজিংবিডি/ঢাকা/১০ আগস্ট ২০১৮/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়