ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আপিল বিভাগে ৩ বিচারপতি নিয়োগ, শপথ কাল

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৪, ৮ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আপিল বিভাগে ৩ বিচারপতি নিয়োগ, শপথ কাল

নিজস্ব প্রতিবেদক : হাইকোর্ট বিভাগের তিন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তারা হলেন- বিচারপতি জিনাত আরা, বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি মো. নূরুজ্জামান।

আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাদেরকে শপথবাক্য পাঠ করাবেন।

সোমবার বিকেলে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন।

বর্তমানে আপিল বিভাগে প্রধান বিচারপতিসহ চারজন বিচারপতি রয়েছেন। অন্যরা হলেন- বিচারপতি ইমান আলী, হাসান ফয়েজ সিদ্দিকী ও মির্জা হোসেইন হায়দার। আপিল বিভাগে আজকে নিয়োগ পাওয়া বিচারপতি আবু বকর সিদ্দিকী আপিল বিভাগের অপর বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সহদোর।

এই তিনজন বিচারপতি নিয়োগের ফলে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা সাতে উন্নীত হলো।



রাইজিংবিডি/ঢাকা/৮ অক্টোবর ২০১৮/মেহেদী/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়