ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভুয়া সন্ত্রাসবাদের অভিযোগে গ্রেফতার খাজার ভাই

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৯, ৪ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভুয়া সন্ত্রাসবাদের অভিযোগে গ্রেফতার খাজার ভাই

ক্রীড়া ডেস্ক: ভুয়া সন্ত্রাসবাদ ষড়যন্ত্রের অভিযোগে অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান খাজার ভাইকে গ্রেফতার করেছে সিডনি পুলিশ। তার ভাই আরসালনের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার জ্যেষ্ঠ রাজনীতিক ও সাবেক প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলকে হত্যা পরিকল্পনার ভুয়া ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

খাজার ভাই আরসালানের বিরুদ্ধে বানোয়াট নথি তৈরি ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগের জন্য মঙ্গলবার আদালতে হাজির করা হচ্ছে ৩৯ বছর বয়সি এ ব্যক্তিকে। পাকিস্তানি মুসলিম বংশোদ্ভূত হওয়ায় এর আগেও অনেকে ঝামেলায় পড়তে হয়েছে খাজা ও ও তার পরিবারকে। এবার বড় ভাইয়ের সমস্যা নিয়ে নতুন বিতর্কে পড়েছেন অসি এ তারকা ক্রিকেটার।

নিজের ভাইয়ের বিরুদ্ধে এমন অভিযোগের পর উসমান খাজা বলেন, ‘এটা এখন পুলিশের তদন্তের বিষয়। তাই এই মুহূর্তে মন্তব্য করা ঠিক হবে না। তবে এই মুহূর্তে আমার ও পরিবারের গোপনীয়তার বিষয়টি যেন শ্রদ্ধার সঙ্গে দেখা হয় সে বিষয়ে আপনাদের সহায়তা কামনা করছি।’



রাইজিংবিডি/ঢাকা/৪ ডিসেম্বর ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়