ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

যথাসময়ে নির্বাচন হবে : কাদের

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪১, ৫ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যথাসময়ে নির্বাচন হবে : কাদের

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোনো রাজনৈতিক দল নির্বাচন থেকে সরে গেলেও যথাসময়ে সময়ে নির্বাচন হবে।

বুধবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তবে এ সময় তিনি কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি।

ওবায়দুল কাদের বলেন, তারা কেউ নির্বাচন থেকে সরে গেলেও নির্বাচন হবে। নির্বাচন সরে যাবে না। কেউ নির্বাচনে না আসলেও নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। জনগণই আমাদের আস্থা, জনগণই আমাদের ক্ষমতা। জনগণ কাউকে ক্ষমতায় রাখতে পারে আবার জনগণই কাউকে ক্ষমতাচ্যুত করতে পারে।

ঐক্যফ্রন্ট বিদেশীদের কাছে ধরনা দিচ্ছে, উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের (বিদেশী) কাছে ধরনা দিয়ে লাভ নেই, তারা ক্ষমতায় বসাতে পারবে না।

তিনি বলেন, লন্ডন থেকে নির্বাচন বানচাল করার জন্য নীলনকশা করা হচ্ছে। দেশের জনগণ উৎসবমুখর সুন্দর পরিবেশে নির্বাচন চায়। জনগণ এখন নির্বাচনমুখী। নির্বাচন বানচালের চেষ্টা করা হলে জনগণকে নিয়েই জবাব দেওয়া হবে।

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/৫ ডিসেম্বর ২০১৮/নূর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়