ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হাসপাতালে কাঙ্গালিনী সুফিয়া

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৩, ৬ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাসপাতালে কাঙ্গালিনী সুফিয়া

কাঙ্গালিনী সুফিয়া

বিনোদন ডেস্ক : হাসপাতালে ভর্তি করা হয়েছে লোক সংগীতশিল্পী কাঙ্গালিনী সুফিয়াকে। গত মঙ্গলবার সাভারের নিজ বাসায় তার স্ট্রোক হয়। এরপর রাত ৮টার দিকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবারিক সূত্রে জানা গেছে।

পরিবার সূত্রে জানা যায়, তিন দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন কাঙ্গালিনী সুফিয়া। স্ট্রোক ছাড়াও তার কিডনি ও হার্টে কিছু সমস্যা ধরা পড়েছে, বার্ধক্যজনিত সমস্যাও রয়েছে। তার শারীরিক অবস্থা খুব ভালো না।

মাত্র ১৪ বছর বয়সে গ্রাম্য একটি অনুষ্ঠানে গান গেয়ে শিল্পী হিসেবে পরিচিতি পান কাঙ্গালিনী সুফিয়া। এরপর বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত শিল্পী হিসেবে তার নাম অন্তর্ভুক্ত হয়। তার গাওয়া শ্রোতাপ্রিয় গানের মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘কোনবা পথে নিতাইগঞ্জে যাই’, ‘পরাণের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে’, ‘নারীর কাছে কেউ যায় না’ প্রভৃতি। গানের স্বীকৃতি স্বরূপ কাঙ্গালিনী সুফিয়া ৩০টি জাতীয় ও ১০টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন।



রাইজিংবিডি/ঢাকা/৬ ডিসেম্বর ২০১৮/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়