ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘বাদ পড়া নয়, সিনিয়র নেতাদের দায়িত্ব পরিবর্তন হয়েছে’

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৪, ৭ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বাদ পড়া নয়, সিনিয়র নেতাদের দায়িত্ব পরিবর্তন হয়েছে’

সচিবালয় প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নতুন মন্ত্রিপরিষদ নিয়ে আওয়ামী লীগের ভেতরে কোনো অসন্তোষ নেই।

তিনি বলেন, মন্ত্রিসভা থেকে যারা বাদ পড়েছেন তারা কিন্তু কোনো দিক থেকে অযোগ্য নন, তারা পোড় খাওয়া নেতা। বাদ পড়ার বিষয় নয়, সিনিয়র নেতাদের দায়িত্ব পরিবর্তন হয়েছে। তারা এখন দলে বড় ভূমিকা পালন করবেন।

সোমবার বেলা ১১টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী এ কথা বলেন।

যারা মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন তারা দুঃখ পেয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, দুঃখ পাওয়াটা স্বাভাবিক। আমাকে বাদ দেওয়া হলে আমারও কষ্ট লাগত।

তিনি বলেন, নতুন, পুরাতনদের সমন্বয়ে মন্ত্রিসভা আরো গতিশীল হবে। নতুন সরকারের মন্ত্রিসভাকে জনগণ ইতিবাচক হিসেবেই দেখছেন।

নতুন মন্ত্রিসভার চ্যালেঞ্জের বিষয়ে তিনি বলেন, মহাজোটের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করায় বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে নতুনদের পারফরমেন্স করার সুযোগ রয়েছে। মন্ত্রিসভায় যারা ভালো করবেন তারা থাকবেন, যারা খারাপ করবেন তারা সিটকে পড়বেন।




রাইজিংবিডি/ঢাকা/৭ জানুয়ারি ২০১৯/নঈমুদ্দীন/ইভা/এনএ 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়