ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আমজাদ হোসেনকে নিয়ে স্মরণসভা

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫২, ১১ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আমজাদ হোসেনকে নিয়ে স্মরণসভা

বিনোদন ডেস্ক : বরেণ্য চলচ্চিত্রকার আমজাদ হোসেনের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনে স্মরণসভার আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এ আয়োজন করেছে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের জামালপুর সামাজিক সাংস্কৃতিক ইউনিট।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও সাংসদ আকবর হোসেন পাঠান (ফারুক), জামালপুর সদর আসনের এমপি প্রকৌশলী মোজাফফর হোসেন, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন প্রমুখ।

এ অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন  সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। আলোচনায় অংশ নেবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, টেলিভিশন প্রডিউসার এসোসিয়েশনের সভাপতি নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

অনুষ্ঠানের আহ্বায়ক ইশতিয়াক হোসেন দিদার বলেন, ‘সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই উপস্থিত থাকবেন এ অনুষ্ঠানে। আলোচনা হবে আমজাদ হোসেনের কর্মময় জীবন নিয়ে। ময়মনসিংহের আঞ্চলিক শিল্পীগণ তার জনপ্রিয় সব গান গাইবেন। ফাঁকে ফাঁকে থাকবে আমজাদ হোসেনের সাহিত্য পাঠ। অনুষ্ঠানে পরিবারের লোকজন ছাড়াও আমজাদ হোসেনের ঘনিষ্ঠ অনেকেই উপস্থিত থাকবেন।’

গত বছর ১৪ ডিসেম্বর থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমজাদ হোসেন। ১৯৬১ সালে ‘হারানো দিন’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন তিনি। এর মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন। পরবর্তীতে চিত্রনাট্য রচনা ও পরিচালনায় মনোনিবেশ করেন। ১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ সিনেমা নির্মাণের মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটে তার।

এরপর ‘নয়নমনি’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘ভাত দে’ সিনেমা নির্মাণ করে প্রশংসা কুড়ান আমজাদ হোসেন। ১৯৭৬ সালে ‘নয়নমনি’ সিনেমার জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তারপর ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’, ‘ভাত দে’, ‘জয়যাত্রা’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন আমজাদ হোসেন।


রাইজিংবিডি/ঢাকা/১১ জানুয়ারি ২০১৯/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়