ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘বিএনপি নেতাদের মানসিক চিকিৎসা প্রয়োজন’

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৬, ১২ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বিএনপি নেতাদের মানসিক চিকিৎসা প্রয়োজন’

নিজস্ব প্রতিবেদক : বিএনপির কয়েকজন নেতার মানসিক চিকিৎসা বেশি প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে ‘জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে’ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির নেতৃবৃন্দদের অনুরোধ করছি, আপনাদের কয়েকজন নেতার চিকিতৎসা প্রয়োজন। আমি নেতাদের নাম উল্লেখ করতে চাই না। তাদের শারীরিক এবং মানসিক, তবে মানসিক চিকিৎসা বেশি প্রয়োজন।’

তিনি বলেন, 'নির্বাচনের এই ব্যর্থতা ঢাকার জন্য ড. কামাল হোসেন সাহেব, যিনি হায়ারে খেলতে গেছেন উনি নাকি সংলাপ করবেন। নতুন নির্বাচনের জন্য সংলাপ। আসলে নেতাদের ব্যর্থতা ঢাকার জন্য তারাই ভাওতাবাজি সংলাপ চাচ্ছেন। যাতে জনগণের চোখ অন্যদিকে ফেরানো যায়। যারা নমিনেশন বিক্রি করে, তারা কীভাবে নির্বাচনে জয়লাভ করবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাস আমরা দেখি নাই ৩০০ আসনে ৮০০ নমিনেশন, এটি একটি রেকর্ড। যারা অপশনে নমিনেশন বিক্রি করে তারা কীভাবে নির্বাচনে জয়লাভ করবে। নির্বাচনের ১০ দিন আগে যারা হাত পা গুটিয়ে ঘরে বসে থাকে, তাদের পক্ষে কি নির্বাচনে জয় লাভ করা সম্ভব, সম্ভব না। মানুষ বোকা নয়। যারা জীবন্ত মানুষের গায়ে পেট্রোল ঢেলে দিয়ে মানুষ মেরেছে, মানুষ তো তাদের ভোট দেবে না।’

নির্বাচন নিয়ে এই  প্রাক্তন ছাত্র নেতা বলেন, ‘আজকের এই নির্বাচন সমগ্র পৃথিবীর মধ্যে প্রশংসিত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই নির্বাচনে সবচেয়ে কম সহিংসতা হয়েছে। সব নির্বাচনে পুলিশের ওপর হামলা হয়েছে, পুলিশ আহত কিংবা নিহত হয়েছে। কিন্তু এই নির্বাচনে একজন পুলিশ আহত হয়নি। সবচাইতে কম সহিংসতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে চরমভাবে হেরে যাওয়ার পর একদিকে তারা সংলাপের কথা বলছে আরেকদিকে নানা কথাবার্তা বলে নিজেদের মুখ রক্ষা করার চেষ্টা করছে। আমি বিএনপিকে অনুরোধ জানাব, এই ধরনের কথাবার্তা না বলে বরং আপনারা নিজেরা বিশ্লেষণ করুন আপনাদের পরাজয়। আর নেতৃত্বে পরিবর্তন করুন। তাহলে হয়তো আপনার আবার জনগণের কাছে ফিরে যেতে পারেন।’

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি সারাহ বেগম কবরী, সহ-সভাপতি রোকিয়া প্রাচী, কণ্ঠশিল্পী রফিকুল আলম, এস ডি রুবেল, এটিএম শামসুজ্জামান, অভিনেত্রী নতুন, অরুনা বিশ্বাস, তারিন প্রমুখ।



রাইজিংবিডি/ ঢাকা/১২ জানুয়ারি ২০১৯/মেহেদী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়