ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বইমেলায় ‘আপন আয়নায় গোপন মুখ’

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৮, ১২ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বইমেলায় ‘আপন আয়নায় গোপন মুখ’

রাইজিংবিডি ডেস্ক : অমর একুশে বইমেলায় (২০১৯) প্রকাশিত হয়েছে নাজমুল হুদার নতুন বই ‘আপন আয়নায় গোপন মুখ’।

কবিতার বইটি মনস্তাত্বিক টানাপোড়েন আর জাতিসত্তার ইতিহাসের মিশেলে ছান্দসিক ঢংয়ে লেখা। প্রেম, প্রকৃতি, রাগ, অভিমান, একুশ, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুসহ নানা মাত্রার কবিতা ওঠে এসেছে বইটিতে। বইটির ভূমিকা লিখেছেন কবি আসাদ চৌধুরী।

নাজমুল হুদার লেখালেখির শুরুটা কবিতা দিয়ে হলেও তার অনুপ্রেরণামুলক লেখা ও বক্তব্য বেশ। দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকসহ তথ্য মন্ত্রণালয়ের মাসিক সাময়িকীতে প্রকাশিত হয়েছে তার অনুপ্রেরণামূলক নিবন্ধ। এর আগে প্রকাশিত তার প্রথম বই ‘ক্যারিয়ার ক্যারিশমা: সাফল্যের সাতপাঠ’তুমুল পাঠকপ্রিয়তা পায়। এছাড়া, শিশু-কিশোর ও তরুণদের জন্য ‘বিতর্কে হাতেখড়ি’ এবং ‘বিশ্বনন্দিত বাংলাদেশি বিজ্ঞানী’তার উল্লেখযোগ্য প্রকাশনা।

বইটি প্রকাশ করেছে বাঙালি প্রকাশন। বইটির দাম ১৫০ টাকা।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১২ ফেব্রুয়ারি ২০১৯/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়