ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৯১তম অস্কারে সেরা ‘গ্রিন বুক’

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৭, ২৫ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৯১তম অস্কারে সেরা ‘গ্রিন বুক’

বিনোদন ডেস্ক : বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের অন্যতম সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে স্থানীয় সময় রোববার রাতে (বাংলাদেশ সময় সোমবার ভোরে) বসেছিল অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের ৯১তম আসর।

এবারের সেরা সিনেমার পুরস্কার পেয়েছে গ্রিন বুক। সেরা পরিচালক হয়েছেন আলফনসো কুয়ারন (রোমা), সেরা অভিনেতা রামি মালেক (বোহেমিয়ান র‌্যাপসোডি), সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন ইয়ালিৎসা অ্যাপারিসিও (রোমা)।

চলুন জেনে নিই কারা জিতলেন এবারের অস্কার পুরস্কার :

সেরা সিনেমা : গ্রিন বুক,

সেরা অভিনেতা: রামি মালেক (বোহেমিয়ান র‌্যাপসোডি),

সেরা অভিনেত্রী: অলিভিয়া কোলম্যান (দ্য ফেবারিট ),

সেরা পার্শ্ব-অভিনেতা: মাহেরশালা আলি (গ্রিন বুক),

সেরা পার্শ্ব-অভিনেত্রী: রেজিনা কিং (ইফ বিয়েল স্ট্রিট কুড টক),

সেরা পরিচালক: আলফনসো কুয়ারন (রোমা),

সেরা চিত্রনাট্য (মৌলিক): গ্রিন বুক,

সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): ব্ল্যাকক্ল্যান্সম্যান,

সেরা সম্পাদনা: বোহেমিয়ান র‌্যাপসোডি,

সেরা বিদেশি ভাষার সিনেমা: রোমা (মেক্সিকো),

সেরা মৌলিক গান: শ্যালো (অ্যা স্টার ইজ বর্ন),

সেরা মৌলিক সুর: ব্ল্যাক প্যান্থার (লুডউইগ গোরানসন),

সেরা অ্যানিমেটেড সিনেমা: স্পাইডার-ম্যান: ইনটু দ্য স্পাইডার-ভার্স

সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড সিনেমা: বাও,

সেরা প্রামাণ্যচিত্র: ফ্রি সলো,

সেরা চিত্রগ্রহণ: রোমা,

সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: ফার্স্ট ম্যান,

সেরা শব্দ সম্পাদনা: বোহেমিয়ান র‌্যাপসোডি,

সেরা শব্দমিশ্রণ: বোহেমিয়ান র‌্যাপসোডি,

সেরা স্বল্পদৈর্ঘ্য সিনেমা: স্কিন,

সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: পিরিয়ড. এন্ড অব সেনটেন্স,

সেরা পোশাক পরিকল্পনা: ব্ল্যাক প্যান্থার (রুথ ই. কার্টার),

সেরা রূপ ও চুলসজ্জা: ভাইস,

সেরা শিল্প নির্দেশনা: ব্ল্যাক প্যান্থার।




রাইজিংবিডি/ঢাকা/২৫ ফেব্রুয়ারি ২০১৯/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়