ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

নানা আয়োজনে বিএফডিসিতে চলছে বর্ষবরণ

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১১, ১৪ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নানা আয়োজনে বিএফডিসিতে চলছে বর্ষবরণ

বিনোদন প্রতিবেদক : আজ পয়লা বৈশাখ। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি বরণ করছেন বাঙালিরা। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে(বিএফডিসি)বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ উদযাপন করছেন।

এ প্রসঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, ‘অধিকাংশ পরিচালক সপরিবারে এফডিসিতে এসেছেন। আমাদের শিল্পী ও পরিচালকদের মিলনমেলায় পরিণত হয়েছে বিএফডিসি। গান, খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সবাই উপভোগ করছেন দিনটি।’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘আজ সকাল থেকেই আমাদের শিল্পীরা এফডিসিতে এসে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। বাউল গানের আসর বসেছে এফডিসিতে। কিছুদিন আগে নুসরাত মারা গিয়েছে। আমরা শিল্পীরা দিনটিতে যেমন আনন্দ করছি, পাশাপাশি শোক পালন করছি। সব শিল্পী রঙিন পোশাকের পাশাপাশি কালো ব্যাজ ধারণ করেছি। এই আনন্দের দিনেও আমরা শোক পালন করছি।’
 


পয়লা বৈশাখ উপলক্ষে নানা রঙে সাজানো হয়েছে বিএফডিসি। চলছে দিনব্যাপী নানা আয়োজন। সকাল দশটায় পান্তা-ইলিশ খাওয়ার মধ্য দিয়ে দিনটি শুরু করা হয়। এই দিনে চলচ্চিত্র সংশ্লিষ্টরা তাদের পরিবার নিয়ে বিএফডিসিতে আসেন। সন্ধ্যায় থাকবে শিল্পীদের অংশগ্রহণে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ এপ্রিল ২০১৯/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়