ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

পাঁচ বছর পর রাম চরণ-ভামসি?

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১০, ১৫ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাঁচ বছর পর রাম চরণ-ভামসি?

বিনোদন ডেস্ক : রাম চরণ অভিনীত তেলেগু ভাষার ‘ইয়েবাড়ু’ সিনেমাটি মুক্তি পায় ২০১৪ সালের ১২ জানুয়ারি। ভামসি পায়দিপল্লী পরিচালিত এ সিনেমার বাজেট ছিল ৩৫০ মিলিয়ন রুপি। মুক্তির পর সিনেমাটি আয় করে ৬০০ মিলিয়ন রুপি। এরপর দীর্ঘ পাঁচ বছর কেটে গেলেও আর একসঙ্গে কাজ করেননি রাম চরণ ও ভামসি। দীর্ঘ বিরতির পর আবারো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তারা।

ভারতীয় একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, একটি বাণিজ্যিক ঘরানার সিনেমার মাধ্যমে আবারো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন রাম চরণ ও ভামসি। ‘ট্রিপল আর’ সিনেমার শুটিং শেষ হওয়ার পর রাম চরণ নতুন এ সিনেমার শুটিং শুরু করবেন। এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি পরিচালক। তবে খুব শিগগির এ বিষয়ে ঘোষণা দিবেন সিনেমা সংশ্লিষ্টরা।

রাম চরণ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বিনয়া বিধেয়া রামা’। ডিভিভি এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এ সিনেমায় আরো অভিনয় করেন কিয়ারা আদভানি, বিবেক ওবেরয় প্রমুখ। বোয়াপতি শ্রীনু পরিচালিত সিনেমাটি গত ১১ জানুয়ারি মুক্তি পায়।

‘বাহুবলি’ সিনেমাখ্যাত পরিচালক এস এস রাজামৌলি নির্মাণ করছেন ‘ট্রিপল আর’। এতে অভিনয় করছেন রাম চরণ। বর্তমানে এ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সিনেমাটিতে আরো অভিনয় করছেন জুনিয়র এনটিআর, বলিউড অভিনেত্রী আলিয়া ভাট, অভিনেতা অজয় দেবগনসহ অনেক তারকা অভিনয়শিল্পী।

‘ট্রিপল আর’ সিনেমার প্রেক্ষাপট ১৯২০ সাল। কমারাস ভীমা (জুনিয়র এনটিআর) ও আলুরি সীতারামা রাজু (রাম চরণ) নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে সিনেমার গল্প। সিনেমাটির বাজেট ৩৫০-৪০০ কোটি রুপি। চারটি ভাষায় সিনেমাটির শুটিং চলছে। তবে দশটির বেশি ভাষায় এটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা। ২০২০ সালের ৩০ জুলাই সিনেমাটির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে।




রাইজিংবিডি/ঢাকা/১৫ এপ্রিল ২০১৯/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়