ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘রমজান মাসে কাজ করবে ভ্রাম্যমাণ আদালত’

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৩, ২৫ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘রমজান মাসে কাজ করবে ভ্রাম্যমাণ আদালত’

জ্যেষ্ঠ প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, পবিত্র রমজান মাসে ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে ও খাবারে যেকোনো ভেজালরোধে কাজ করবে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

বৃহস্পতিবার ডিএমপি সদর দপ্তরে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

‘রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা’ শীর্ষক সভায় তিনি বলেন, ‘অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কাজ করবে মোবাইল কোর্ট। ডিএমপির একাধিক আদালত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করবে। আর অতীতের মত এবারও রমজান ও ঈদে ঢাকায় নেওয়া হবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেলস্টেশনে মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ। ছিনতাই, চাঁদাবাজি, অজ্ঞান ও মলম পার্টির প্রতিরোধে রমজান ও ঈদে মোতায়েন থাকবে পুলিশের বিশেষ টিম।’

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘জনসাধারণ যাতে নিরাপদে ইফতারের আগে নিজ গন্তব্যে পৌঁছাতে পারে সেজন্য ট্রাফিক বিভাগ কাজ করবে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সবাইকে সহযোগিতা করতে হবে। রাস্তায় গাড়ির জটলা থাকবে না। নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং, শপিং মলের সামনে বা আশপাশে যানবাহন পার্কিং বন্ধ রাখা, ফুটপাত হকারমুক্ত রাখা, ফুটপাতে গাড়ি পার্কিং না করা এবং মোটরসাইকেল চলতে না পারে সে ব্যবস্থা করা। রিকশা-ভ্যান-ঠেলাগাড়ি গুরুত্বপূর্ণ রাস্তায় উঠতে না দেওয়া হবে না।’



রাইজিংবিডি/ঢাকা/২৫ এপ্রিল ২০১৯/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়