ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

একাধিক গান নিয়ে ব্যস্ত আপন

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১১, ১ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
একাধিক গান নিয়ে ব্যস্ত আপন

বিনোদন প্রতিবেদক: কণ্ঠশিল্পী আপন ২০০৬ সালের ১ মে কানাডায় জন্মগ্রহণ করে। সেখানেই পড়াশোনা শুরু, বর্তমানে বাংলাদেশে কানাডিয়ান স্কুলে পড়ছে। আজ ১৩ বছরে পা রাখল আপন। জন্মদিনেও গানের অনুশীলন নিয়ে ব্যস্ত সময় পার করছে সে। খুব শিগগির তার দুটি নতুন গান প্রকাশিত হবে। জন্মদিনে তেমন কোনো আয়োজন না করলেও পরিবার ও বন্ধুদের সঙ্গে কেক কাটবে বলে রাইজিংবিডিকে জানিয়েছে আপন।

এ প্রসঙ্গে আপন বলেন, ‘‘সকাল থেকেই ‘বল কোথায় যাব’ শিরোনামের নতুন একটি গানের প্র্যাকটিস করছি। কয়েক দিনের মধ্যেই এর রেকর্ডিং শেষ হবে। শুক্রবার এর মিউজিক ভিডিওর শুটিং করব। রাতে বন্ধুদের নিয়ে বাসায় কেক কাটব। এছাড়াও আরো কয়েকটি গানের কাজ চলছে। খুব শিগগির এগুলোও প্রকাশ পাবে।’’

ছোটবেলা থেকেই গানের প্রতি আগ্রহ দেখে বাবা-মা তাকে গানের ওস্তাদের কাছে পাঠান। এরপর কয়েকটি গান গেয়ে শ্রোতাদের চোখে পড়ে। ক্রিকেটার মাশরাফিকে নিয়ে গাওয়া গানটি উল্লেখযোগ্য। বিভিন্ন জায়গায় স্টেজ শোয়ে পারফর্ম করে শ্রোতাদের মুগ্ধ করেছে আপন। তাছাড়া বেশ কয়েকটি টেলিভিশন অনুষ্ঠানেও অংশ নিয়েছে।

এ শিল্পীর প্রথম অ্যালবাম ‘ছোট্ট আমি হতে পারি’। সিডি প্লাসের ব্যানারে অ্যালবামটি প্রকাশিত হয়। অ্যালবামটির দুটি গান নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। ‘মা’ শিরোনামের গানের মিউজিক ভিডিওটি পরিচালনা করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা জাকির হোসেন রাজু। এছাড়া ‘বাবা’ শিরোনামের গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ডা. ইলা। এছাড়াও ‘বঙ্গবন্ধু তুমি জাতির পিতা’, ‘ধুম ধারাক্কা মারো ছক্কা’সহ বেশ কিছু গানে কণ্ঠ দিয়েছে আপন।



রাইজিংবিডি/ঢাকা/১ মে ২০১৯/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়