ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ইপিএলে শেষ রোমাঞ্চের অপেক্ষা

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৫, ১২ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইপিএলে শেষ রোমাঞ্চের অপেক্ষা

ক্রীড়া ডেস্ক: স্মরণকালের সবচেয়ে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ প্রিমিয়ার লিগের ফয়সালা আজ।

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা কার ঘরে যাবে তা নিশ্চিত হয়ে যাবে আজই। ম্যানচেস্টার সিটি শিরোপা ধরে রাখবে নাকি লিভারপুল ২৮ বছর পর জিতবে লিগ শিরোপা।

ব্রাইটনের বিপক্ষে আজ জিতলেই ম্যানসিটি শিরোপা জিতে যাবে। অন্যদিকে লিভারপুল উলভারহ্যাম্পটনের বিপক্ষে আজ জিততেই হবে। পাশাপাশি ম্যানসিটির হারের প্রত্যাশা করতে হবে। তাতেই শিরোপা যাবে লিভারপুলের ঘরে।

প্রথম সমীকরণ যতটা সহজ, দ্বিতীয় সমীকরণ ঠিক ততোটাই কঠিন। তাইতো লিগ শিরোপা জয়ের সবথেকে বড় দাবীদার ম্যানসিটি। ৩৭ ম্যাচে ৩১ জয়, ২ ড্র আর ৪ হার নিয়ে সিটির পয়েন্ট ৯৫। সমান ম্যাচে ২৯ জয়, ৭ ড্র ও ১ হারে লিভারপুলের পয়েন্ট ৯৪।

পয়েন্ট টেবিলের দুই দলের শ্রেষ্ঠত্ব স্পষ্ট। পুরো মৌসুমেই দুই দল মাঠে পারফরম্যান্সে ছিল সবার থেকে আলাদা। ক্যারিয়ারে আগের ৯ মৌসুমের ৭টি জিতেছেন সিটির কোচ গার্দিওলা। এবারও শিরোপা ঘরে তুলতে চান সিটি বস,‘লিগের শিরোপা জেতা ছাড়া আমার কোনো পথ খোলা নেই। আমরা পুরো মৌসুমে কি করেছি তার ফয়সালা হবে এ ম্যাচে। তাই আমাদেরকে জিততেই হবে।’    

লিভারপুল দিন চারেক আগেই চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দারুণ জয় তুলে নিয়ে ফাইনালের টিকিট পেয়েছে। লিগ শিরোপা জিততে তারাও মুখিয়ে। কিন্তু বাস্তবতা বুঝছে তারাও।  সেজন্য নিজেদের খেলায় মনোযোগী তারা।  সিটির মাঠে কি হবে তা ভাবতে নারাজ। তবে মিরাকলের স্বপ্ন দেখছেন লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ।  ‘শেষ সপ্তাহে ফুটবল বিশ্বকাপ দারুণ কিছু মিরাকল দেখেছে। আরেকটি কেন নয়? আমরা অবশ্যই নিজেদের খেলায় মনোযোগী। পাশাপাশি আরেকটি মিরাকলের অপেক্ষায় আছি। ’

এদিকে এ ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারবেন না লিভারপুল স্ট্রাইকার মোহাম্মদ সালাহ ও রবার্তো ফিরমিনো।



রাইজিংবিডি/ঢাকা/১২ মে ২০১৯/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়