ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মুশফিক নিরাশ করেছে এমন রেকর্ড কম: সুমি

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০১, ৬ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুশফিক নিরাশ করেছে এমন রেকর্ড কম: সুমি

বিনোদন ডেস্ক: ইংল্যান্ডে বসেছে বিশ্বকাপ ক্রিকেটের দ্বাদশ আসর। বিশ্বব্যাপী ক্রিকেট ভক্তদের মধ্যে শুরু হয়েছে উন্মাদনা। ক্রিকেট জ্বরে ভুগছে বাংলাদেশ। শোবিজ অঙ্গনের তারকারাও ভুগছেন ক্রিকেট জ্বরে। আমরা তাদের কাছে জানতে চেয়েছি বাংলাদেশে ক্রিকেট দল নিয়ে তাদের প্রত্যাশার কথা।  

চিরকুট ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য, কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার শারমীন সুলতানা সুমি। তিনি এ প্রসঙ্গে রাইজিংবিডিকে বলেন, ‘বাংলাদেশ জিতলেও পাশে আছি, হারলেও পাশে আছি। আমার প্রত্যাশা বাংলাদেশ এবার ভালো খেলবে। শুধু তাই নয়, প্রত্যাশা অনুযায়ী খেললে অবশ্যই আমরা সেমিফাইনালে উঠে যেতে পারি। তারপর বিশ্বকাপ জেতা কিন্তু মাত্র দুটো ম্যাচের ব্যাপার। আমার চাওয়া, বাংলাদেশ টিম যাতে মাথা ঠান্ডা রেখে সুন্দর খেলা উপহার দেয়। সেই সঙ্গে বলছি, আমাদের এই প্রত্যাশা যেন ক্রিকেট টিমের উপর চাপ তৈরি না করে।’

বাংলাদেশ দলে আপনার পছন্দের খেলোয়ার কে? জবাবে সুমি বলেন, ‘এবার দলে খুলনার অনেক খেলোয়াড়। আমি নিজেও খুলনার মেয়ে (হাসি)। আসলে বাংলাদেশ টিমের সবাই আমার প্রিয়। বিশেষভাবে বললে, সাকিব আল হাসান, মুশফিক আমার অসম্ভব প্রিয় খেলোয়াড়। মাশরাফি বিন মর্তুজা ও মাহমুদুল্লাহ রিয়াদও আমার প্রিয়।’

মুশফিককে কেন ভালো লাগে? এমন প্রশ্নের জবাবে সুমি বলেন, ‘মুশফিক সবসময় তার পারফরম্যান্সে অবিচল থাকে। সে নিরাশ করেছে এমন রেকর্ড খুব কম। সে প্রতিবার দৃঢ়তার সঙ্গে খেলে। মুশফিকের এই বিষয়টি আমার অসম্ভব ভালো লাগে। যখনই দলে রান প্রয়োজন ঠিক তখন তার রান, তার অংশগ্রহণ থাকছেই। আর মাশরাফি তো বস! তার মতো নেতা পাওয়া খুব কঠিন। সব মিলিয়ে সবাই সবার জায়গায় সেরা।’




রাইজিংবিডি/ঢাকা/ ৬ জুন ২০১৯/শান্ত/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়