ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে শাস্তি বাস্তবায়নের দাবি

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২৮, ১৩ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে শাস্তি বাস্তবায়নের দাবি

সংসদ প্রতিবেদক : বঙ্গবন্ধুর খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে শাস্তি বাস্তবায়নের দাবি জানিয়েছেন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেছেন, ‘পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে শাস্তি বাস্তবায়ন করা হোক। খুনিদের দণ্ড কার্যকর করা হোক। দ্রুত যেন শাস্তি বাস্তবায়ন করা হয়। দীর্ঘদিনের বিষয়টি মীমাংসা হওয়া উচিত। এই বিষয়ে কী করা হয়েছে, সংসদে জানাতে অনুরোধ করব।’

বুধবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে তিনি এ দাবি জানান।

মোহাম্মদ নাসিম বলেন, ‘নোটিশ দিয়েছিলাম, ১৯৭৫ সালে জাতির জনককে ও জাতীয় চার নেতাকে হত্যা করার পর কয়েকজন স্বঘোষিত কিলার, দীর্ঘদিন বিচারের বাইরে ছিলো। মোস্তাক, জিয়াউর রহমান সেই বিচার বন্ধ করেছে সামরিক অধ্যাদেশ জারি করে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় এসে ওই বিলম্বিত বিচারটি করেছিলেন। খুনিদের অনেককে গ্রেপ্তার করা হয়। তাদের বিচার হয়েছিলো। যদিও বিচার কার্য বাধাপ্রাপ্ত হয়েছিলো। বিএনপি-জামায়াত যখন ২০০১ সালে ক্ষমতায় আসে তখন এই খুনিদের প্রশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়েছে। এই সংসদে খুনি রশিদকে বিরোধী দলের আসনে বসানো হয়েছিলো, বিএনপি-জামায়াতের সময় এই সংসদকে কলঙ্কিত করা হয়।’

তিনি বলেন, ‘অনেকেই দীর্ঘদিন ধরে পলাতক রয়েছে। নূর, রশিদসহ অনেকেই পলাতক, পররাষ্ট্রমন্ত্রী এখানে আছেন। দীর্ঘদিন ধরে ওই খুনিরা বিদেশ থেকে চক্রান্ত করছে। একটি নির্বাচিত সরকার উৎখাত করার জন্য বার বার চক্রান্ত করেছে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে বার বার ক্ষমতা থেকে উৎখাত করার জন্য চক্রান্ত করা হয়। পরবর্তীকালে এক এগারোর সময় আওয়ামী লীগ সভানেত্রীকে গ্রেপ্তার করা হয়।’



রাইজিংবিডি/ঢাকা/১৩ জুন ২০১৯/আসাদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়