ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাজেট অধিবেশনে প্রাক্তন অর্থমন্ত্রী মুহিত

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৫, ১৩ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাজেট অধিবেশনে প্রাক্তন অর্থমন্ত্রী মুহিত

বিশেষ প্রতিবেদক : চলতি ২০১৮-২০১৯ অর্থবছরের বাজেট দিয়েছিলেন তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের দুই মেয়াদে ১০টি বাজেট জাতিকে উপহার দেন। বৃহস্পতিবার তিনি দর্শক হিসেবে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার ২০১৯-২০২০ অর্থবছরের বাজেট উপস্থাপন হয়েছে। বিকেল ৩টার দিকে জাতীয় সংসদে বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিকেল ৩টা ৩৮ মিনিটে পায়জামা-পাঞ্জাবি পড়ে হুইল চেয়ারে সংসদের ভিআইপি গ্যালারিতে প্রবেশ করেন তিনি। এ সময় তার ব্যক্তিগত কর্মী তার সঙ্গে ছিলেন।

অর্থমন্ত্রীর দায়িত্ব পালনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় আবুল মাল আবদুল মুহিত আর্থিকখাতে বেশ কিছু সংস্কার সাধন করেন। তার সুফল আজ অর্থনীতিতে পড়ছে। দিন দিন দেশের প্রবৃদ্ধি উল্লেখযোগ্য হারে বাড়ছে। তার সময়েই ভিশন-২০২১ এবং ২০৪০ গৃহীত হয়। সে ধারা ধরেই দেশের অর্থনীতি এগিয়ে চলছে।

২০০৯-২০১০ অর্থবছরে আবুল মাল আবদুল মুহিত ১,১৩,৮১৫ কোটি টাকা, ২০১০-২০১১ অর্থবছরে আবুল মাল আবদুল মুহিত ১,৩২,১৭০ কোটি টাকা, ২০১১-২০১২ অর্থবছরে আবুল মাল আবদুল মুহিত ১,৬৫,০০০ কোটি টাকা, ২০১২-২০১৩ অর্থবছরে আবুল মাল আবদুল মুহিত ১,৯১,৭৩৮ কোটি টাকা, ২০১৩-২০১৪ অর্থবছরে আবুল মাল আবদুল মুহিত ২ লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকা, ২০১৪-২০১৫ অর্থবছরে আবুল মাল আবদুল মুহিত ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা, ২০১৫-২০১৬ অর্থবছরে আবুল মাল আবদুল মুহিত ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা, ২০১৬-২০১৭ অর্থবছরে আবুল মাল আবদুল মুহিত ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা, ২০১৭-২০১৮ অর্থবছরে আবুল মাল আবদুল মুহিত ৪ লাখ ২৬৬ কোটি টাকা, ২০১৮-২০১৯ অর্থবছরে আবুল মাল আবদুল মুহিত ৪ লাখ ৬৫ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট দেন।  এর আগে তিনি এরশাদ সরকারের অর্থমন্ত্রী হিসেবে আরো দুইবার বাজেট দেন।




রাইজিংবিডি/ঢাকা/১৩ জুন ২০১৯/হাসনাত/আসাদ/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়