ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘আফগানিস্তানের সঙ্গে ফাইট হবে’

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৪, ২৪ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আফগানিস্তানের সঙ্গে ফাইট হবে’

মাসুমা রহমান নাবিলা

বিনোদন ডেস্ক : বাংলাদেশ দলের সেমিফাইনাল খেলার বিষয়টি এখন বেশ কঠিন। বিশেষ করে গত ২০ জুন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের পরাজয় সেমিফাইনালে উঠার পথটি কণ্টকাকীর্ণ করেছে। 

বিশ্বকাপের প্রথম পাঁচ ম্যাচে নিরুত্তাপ হার মেনেছে আফগানিস্তান। কিন্তু ষষ্ঠ ম্যাচে গত ২২ জুন, ভারতের বিপক্ষে তাদের প্রকৃত রূপ দেখিয়েছে দলটি। এদিকে আর মাত্র কয়েক ঘণ্টা পরই ইংল্যান্ডের সাউদাম্পটনে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল।

এ বিষয়ে রাইজিংবিডির সঙ্গে কথা বলেছেন ‘আয়নাবাজি’খ্যাত জনপ্রিয় অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। আজকের ম্যাচ নিয়ে প্রত্যাশা ব্যক্ত করে এ অভিনেত্রী বলেন, ‘সবার মতোই আমারো প্রত্যাশা বাংলাদেশ জিতুক। আফগানিস্তান এখন পর্যন্ত একটি ম্যাচও জিততে পারেনি। কিন্তু সব দলকে চাপের মুখে রেখেছিল— এটা আমরা দেখেছি। এজন্য আফগানিস্তানকে দুর্বল ভাবলে চলবে না। কারণ ওরাও ফাইট করতে জানে। আমার মনে হচ্ছে, আজকে আফগানিস্তানের সঙ্গে ফাইট হবে।’

সেমিফাইনালে উঠার পথটি কণ্টকাকীর্ণ হলেও নিরাশ নন নাবিলা। বরং স্বপ্ন দেখতেই উৎসাহ দিলেন তিনি। এ প্রসঙ্গে নাবিলা বলেন, ‘ইনশাল্লাহ আমরা সেমিফাইনালে যাব। এখনো তিনটা ম্যাচ বাকি, এ ম্যাচগুলো যদি ঠিকঠাকমতো খেলে যেতে পারি এবং জিততে পারি তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আশাবাদী। স্বপ্ন দেখতে তো কোনো বাধা নেই। আমি স্বপ্ন দেখি, আশা করি, আমাদের দল সেমিফাইনাল খেলবে।’ 

বর্তমানে বাংলাদেশ দলে আপনার প্রিয় খেলোয়াড় কে? এমন প্রশ্নের উত্তরে এ অভিনেত্রী বলেন, ‘মাহমুদুল্লাহ রিয়াদকে আমার সবসময়ই পছন্দ। তার সবকিছু আমার ভালো লাগে। ব্যক্তি মাহমুদুল্লাহ, খেলোয়াড় মাহমুদুল্লাহকে খুব খুব ভালো লাগে। এছাড়া এবারের বিশ্বকাপে আমাদের পুরো টিমটাই পরিপূর্ণ। কিছু ম্যাচে সাকিব আল হাসান চমক দেখিয়েছে। তামিমও কিছু ম্যাচে ভালো করেছে। তাকেও আমার ভালো লাগে। আমাদের টিমের সবাইকে অনেক ভালো লাগে। এজন্য বিশেষ করে দুই একজনকে নিয়ে বলা মুশকিল। সব খেলোয়াড় সম্মিলিতভাবে তাদের সেরাটা দিয়ে খেলছে বলেই ম্যাচ বের করে আনতে পারে বাংলাদেশ।’

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ জুন ২০১৯/শান্ত/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়