ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সবচেয়ে বেশি আয় টেলর সুইফটের

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২০, ১১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সবচেয়ে বেশি আয় টেলর সুইফটের

টেলর সুইফট

বিনোদন ডেস্ক: বিগত এক বছরে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া শীর্ষ ১০০ তারকার তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন।

২০১৮ সালের ১ জুন থেকে ২০১৯ সালের ১ জুন পর্যন্ত জরিপের তথ্যমতে এটি নির্ধারণ করা হয়েছে।

এ তালিকায় শীর্ষে রয়েছেন সংগীতশিল্পী টেলর সুইফট। তালিকায় মডেল কাইলি জেনার, র‌্যাপার কেনি ওয়েস্টকে পেছনে ফেলেছেন তিনি। এ দুজনের অবস্থান যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়।

তালিকা অনুযায়ী, টেলর আয় করেছেন ১৮৫ মিলিয়ন মার্কিন ডলার। সবচেয়ে কম বয়সে বিলিয়নিয়ার হওয়া কাইলি জেনার চলতি বছর আয় করেছেন ১৭০ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে কেনি ওয়েস্টের আয় ১৫০ মিলিয়ন মার্কিন ডলার।

শীর্ষ দশে থাকা অন্য তারাকারা হলেন— ফুটবলার লিওনেল মেসি (১২৭ মিলিয়ন মার্কিন ডলার), গায়ক এড শিরান (১১০ মিলিয়ন মার্কিন ডলার), ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো (১০৯ মিলিয়ন মার্কিন ডলার), ফুটবলার নেইমার (১০৫ মিলিয়ন মার্কিন ডলার), ব্যান্ড দ্য ঈগলস (১০০ মিলিয়ন মার্কিন ডলার), টেলিভিশন ব্যক্তিত্ব ড. ফিল ম্যাকগ্রো (৯৫ মিলিয়ন মার্কিন ডলার), বক্সার ক্যানেলো আলভারেজ (৯৪ মিলিয়ন মার্কিন ডলার)।

সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া শীর্ষ ১০০ তারকার মধ্যে আরো রয়েছেন— গায়িকা রিয়ান্না, অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ, রবার্ট ড্রাউনি জুনিয়র, ক্রিস ইভান্স, অভিনেত্রী স্কারলেট জনসন, অভিনেতা ব্র্যাডলি কুপার, জ্যাকি চ্যান, গায়িকা-অভিনেত্রী লেডি গাগা, অভিনেতা পল রুড প্রমুখ।

বলিউড থেকে একমাত্র জায়গা পেয়েছেন অভিনেতা অক্ষয় কুমার। ৬৫ মিলিয়ন মার্কিন ডলার আয় নিয়ে তার অবস্থান ৩৩তম স্থানে।

 

রাইজিংবিডি/ঢাকা/১১ জুলাই ২০১৯/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়