ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘তুমি না খেলে আমিও খাব না’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:০৭, ১৯ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘তুমি না খেলে আমিও খাব না’

রাহাত সাইফুল : নন্দিত লেখক-নির্মাতা হুমায়ূন আহমেদ। গল্প, উপন্যাস লেখার পাশাপাশি চলচ্চিত্র নির্মাণ করেছেন। তার হাত ধরেই অনেকে পেয়েছেন তারকাখ্যাতি। এ প্রজন্মের কেউ কেউ তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ছেন। এই তালিকায় রয়েছেন বিদ্যা সিনহা মিম। হুমায়ূনের ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয় করেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এ প্রসেঙ্গে মিম রাইজিংবিডিকে বলেন, ‘স্যারের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা খুবই ভালো। তিনি আমাকে মেয়ের মতো দেখতেন। তখন খুব ছোট ছিলাম। অভিনয় খুব জানতাম না। স্বাভাবিক কারণে খুব নার্ভাস ছিলাম। স্যার আমার নার্ভাসনেস কাটাতে অনেক দুষ্টুমি করতেন। বলতেন, তোমার অভিনয় করতে হবে না। তুমি যা আছো তাই। নরমালি তুমি যা করো তাই করতে থাকো।’

মিম হুমায়ূন আহমেদের স্মৃতিচারণ করে আরো বলেন, ‘একবার কোনো কারণে সেটের মধ্যে আমি রাগ করে খাইনি। সারা রাত না খেয়ে ছিলাম। সকালবেলা স্যার জানতে পারেন। তখন স্যার আমাকে ডেকে পাঠান। প্রথমে যেতে চাইনি। ডিওপি মাহফুজ আঙ্কেল আমাকে বললেন- মা চলো। এরপর আমি গেলাম। স্যার বললেন, খেয়ে নাও। আমি বললাম, খাব না। তিনি বললেন, তুমি না খেলে আমিও খাব না। এরপর আর না খেয়ে থাকতে পারিনি। এমন অনেক ঘটনা রয়েছে।’

কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে মিম বলেন, ‘স্যারের সঙ্গে যখন কাজ করেছি তখন স্কুলে পড়ি। অনেক কিছু তখন বুঝিনি। যখন আমি বুঝতে শিখছি তখন আর কাজ করা হয়নি। কাজ করার সুযোগ পেলে অনেক কিছু শিখতে পারতাম। স্যারের সঙ্গে আমার প্রথম দেখা লাক্সে। সে সময় আমরা দশজন মেয়ে ছিলাম। সেখানে বলা ছিলো-এর মধ্যে যে জয়ী হবে সে স্যারের সিনেমায় অভিনয় করতে পারবে। সে কারণেই স্যার আমাদের সঙ্গে দেখা করতে আসেন। আমাদের সবাইকে একটা করে ‘আমার আছে জল’ বইটি দিলেন। তখন খুব এক্সাইটেড ছিলাম।’

হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে জন্মগ্রহণ করেন। বাবা ফয়জুর রহমান আহমেদ ও মা আয়েশা ফয়েজ। বাবা ছিলেন পুলিশ কর্মকর্তা, মা গৃহিণী। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন বড়। ২০১২ সালের আজকের এই দিনে নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নন্দিত এই কথাসাহিত্যিক।

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ জুলাই ২০১৯/রাহাত/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়