ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সালমানও নিষিদ্ধ হবেন যদি…

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩১, ২০ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সালমানও নিষিদ্ধ হবেন যদি…

মিকা সিং ও সালমান খান

বিনোদন ডেস্ক: ভারতীয় সংগীতশিল্পী মিকা সিংকে নিষিদ্ধ করেছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডাব্লিউএ) এবং ফেডারেশন অব ওয়েস্টার্ন সিনে এমপ্লোয়িস (এফডাব্লিউআইসিই)। পাশাপাশি বলিউড ইন্ডাস্ট্রির সকল কলাকুশলীদের মিকার সঙ্গে কাজ করা থেকে বিরত থাকারও নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে শোনা যাচ্ছে, যুক্তরাষ্ট্রে একটি কনসার্টে পারফর্ম করবেন সালমান ও মিকা। আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিত হবে এই কনসার্ট। যুক্তরাষ্ট্রে এর আয়োজক ভবেশ প্যাটেল। সালমানের ভাই সোহেল খানের ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের সঙ্গে জেএ ইভেন্টস ভারতে এটির তদারকি করছে।

এ প্রসঙ্গে জেএ ইভেন্টসের জোর্ডি প্যাটেল ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘আমার শুধু ভবেশ প্যাটেলের সঙ্গে চুক্তি করেছি। স্থানীয় কিছু প্রোমোটার হয়তো মিকা সিংকে যুক্ত করেছেন। অনুষ্ঠানে সালমানের সঙ্গে মিকার কোনো কিছু নেই। এমনকি অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখাও যাবে না।’

যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানটির প্রচারে মিকা ও সালমানের নাম ব্যবহার হচ্ছে। এ বিষয়ে তিনি বলেন, ‘মিকা হয়তো নিজের প্রচারের জন্য সালমানের নাম ব্যবহার করছেন। ইন্ডাস্ট্রির অনেকেই এমনটা করে থাকেন।’

এফডাব্লিউআইসিইয়ের সাধারণ সম্পাদক অশোক দুবে জানিয়েছেন, মিকা সিংয়ের সঙ্গে যদি কেউ কাজ করেন তাহলে তাকেও নিষিদ্ধ করা হবে, তিনি যত বড় শিল্পীই হন না কেন।

তিনি বলেন, ‘আমরা নিষেধাজ্ঞা দিয়েছি তার মানে আমাদের কোনো টেকনিশিয়ান, অভিনয়শিল্পী, পরিচালক এমনকি স্পট বয়ও মিকার সঙ্গে কাজ করতে পারবে না। নিষেধাজ্ঞার এই সময়ে কেউ যদি তার সঙ্গে কাজ করেন, তিনি সালমান অথবা অন্য কেউ— তাকেও নিষিদ্ধ করা হবে। আয়োজক যুক্তরাষ্ট্র বা অন্য দেশের হোক আমরা কাউকে অনুষ্ঠানে আয়োজনে বাধা দিব না। আমাদের নীতিমালা খুবই সোজা, আমরা নিষিদ্ধ কারো সঙ্গে কাজ করব না।’ 

এদিকে আজ মঙ্গলবার এফডাব্লিউআইসিই সদস্যদের সঙ্গে দেখা করবেন মিকা। এরপরই কনসার্টের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

সম্প্রতি জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বিলুপ্তির পর ভারত-পাকিস্তানের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। থমকে গিয়েছে দুই দেশের বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থা। যার প্রভাব পড়েছে দুই দেশের বিনোদন ইন্ডাস্ট্রিতেও। এমনকী ভারতীয় সিনেমা নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তানের প্রেক্ষাগৃহে। এরই মধ্যে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের আত্মীয় আদনান আসাদের মেয়ের বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করেন মিকা সিং ও তার টিম। এরপরই এ গায়কের উপর নিষেধাজ্ঞা আরোপ হয়।

 

রাইজিংবিডি/ঢাকা/২০ আগস্ট ২০১৯/মারুফ/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়