ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে রজনীকান্ত-কমল হাসানের প্রতিবাদ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩৪, ২০ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে রজনীকান্ত-কমল হাসানের প্রতিবাদ

‘হিন্দি ভাষার মাধ্যমেই দেশকে ঐক্যবদ্ধ করা সম্ভব। তাই জাতীয় ভাষা হোক হিন্দি’— গত ১৪ সেপ্টেম্বর জাতীয় হিন্দি দিবস উপলক্ষে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র করা এমন মন্তব্য নিয়ে চলছে সমালোচনা।

ভারতের সংবিধান অনুযায়ী বর্তমানে হিন্দিসহ ২২টি স্বীকৃত ভাষা রয়েছে। হিন্দি ভাষাভাষী নন এমন রাজ্যের বাসিন্দারা এই মন্তব্যের প্রতিবাদ করছেন। মাইক্রোব্লগিং সাইট টুইটারে হ্যাশট্যাগ ‘স্টপ হিন্দি ইমপেরিয়ালিজম’, ‘স্টপ হিন্দি ইমপোজিশন’ ও ‘মেক মাই ল্যাঙ্গুয়েজ অফিশিয়াল’ ট্রেন্ডিং হতে শুরু করেছে।

তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত এ প্রসঙ্গে মন্তব্য করেছেন। এক সাক্ষাৎকারে এই সুপারস্টার বলেন, ‘একটি নির্দিষ্ট ভাষা শুধু ভারত নয়, যে কোনো দেশকে একত্রিত করা ও উন্নয়নের জন্য ভালো। কিন্তু দুর্ভাগ্যবশত  ভারতে এটি সম্ভব না। সুতরাং, আপনি কোনো ভাষা চাপিয়ে দিতে পারেন না।’

তিনি আরো বলেন, ‘যদি হিন্দি ভাষা চাপিয়ে দেয়া হয়, শুধু তামিলনাড়ু নয় পুরো দক্ষিণ ভারতে এটির বিরোধীতা হবে। এমনকি উত্তরের অনেক রাজ্যও এটি মানবে না।’

এর আগে অভিনেতা-রাজনীতিবিদ কমল হাসানও বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন। টুইটারে এক ভিডিও পোস্টে তিনি বলেন, ‘ভারত স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পাবার পর ১৯৫০ সালে বলা হয়েছিল সবার ভাষা ও সংস্কৃতির সুরক্ষা করা হবে। কোনো শাহ, সুলতান বা সম্রাট সেই প্রতিশ্রুতিকে ভাঙতে পারবেন না। সব ভাষার প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে কিন্তু তামিল সব সময়ই আমাদের মাতৃভাষা থাকবে। জালিকাট্টু একটি প্রতিবাদ ছিল। কিন্তু ভাষা নিয়ে আমাদের এই লড়াই অনেক বড় হবে।’

তিনি আরো বলেন, ‘ভারতের ঐক্যের জন্য অনেক রাজা তাদের রাজত্ব হারিয়েছেন। কিন্তু জনগণ তাদের সংস্কৃতি, ভাষা ও পরিচয় ছাড়েনি। ভারত ও তামিলনাড়ুর মানুষ এ ধরনের কোনো লড়াই চায় না। সবাই আনন্দ ও গর্বের সঙ্গে বাংলায় জাতীয় সংগীত গায়। কারণ যে কবি এটি লিখেছেন তিনি জাতীয় সংগীতে সব ভাষা ও সংস্কৃতির প্রতি সমান শ্রদ্ধা দেখিয়েছেন, এ কারণেই এটি জাতীয় সংগীত হয়েছে। ঐক্যবদ্ধ ভারতকে বিভক্ত করার প্রয়োজন নেই। এ ধরনের অপরিণামদর্শী সিদ্ধান্তে সবাইকে বেগ পেতে হবে।’ 

 

ঢাকা/মারুফ/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়