ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্রাপ্তি-অপ্রাপ্তির গল্প বলবেন ফরিদা পারভীন

প্রকাশিত: ১০:২২, ১০ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রাপ্তি-অপ্রাপ্তির গল্প বলবেন ফরিদা পারভীন

কিংবদন্তি সংগীতশিল্পী ফরিদা পারভীন। তার কর্মজীবন সংগীতময়। শুধু লালনের গান নয়, একাধারে গেয়েছেন আধুনিক এবং দেশাত্মবোধক গানও। ফরিদা পারভীনের গাওয়া আধুনিক, দেশাত্মবোধক কিংবা লালন সাঁইয়ের গান সমানভাবে শ্রোতাপ্রিয়। এবার কর্মময় জীবন নিয়ে কথা বলবেন ভিন্নধর্মী গবেষণামূলক ‘সৃষ্টি সুখের উল্লাসে’ অনুষ্ঠানে।

জিটিভির আয়োজনে এ অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য—শিল্পের সাথে সৃষ্টির গল্প। অনুষ্ঠানে বর্ণাঢ্য সংগীত জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তির কথা বলবেন ফরিদা পারভীন। এছাড়া সংগীতের সমসাময়িক বিষয় নিয়েও কথা বলবেন। অনুষ্ঠানে তাকে নিয়ে বলবেন সুজেয় শ্যাম ও শফি মন্ডল। কবি ও উপস্থাপক রেজাউদ্দিন স্টালিনের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সাইফুল ইসলাম সাইফ।

আগামীকাল শুক্রবার রাত ৯টায় জিটিভিতে অনুষ্ঠানটি প্রচার হবে।

‘এই পদ্মা-এই মেঘনা- এই যমুনা-সুরমা নদীর তটে’, ‘তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম’, ‘নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে প্রেমের কী সাধ আছে বলো’, ‘খাঁচার ভিতর’, ‘বাড়ির কাছে আরশি নগর’সহ অনেক জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন ফরিদা পারভীন।


ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়