ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ফেসবুকে স্ট্যাটাস: লঘু পাপে গুরু দণ্ড

প্রকাশিত: ১২:১১, ১৮ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফেসবুকে স্ট্যাটাস: লঘু পাপে গুরু দণ্ড

কিছুদিন আগে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন। এতে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হন ইলা জাহান নদী। সবকিছু বেশ ভালোই চলছিল। কিন্তু নির্বাচনের কিছুদিন পর ফেসবুকে একটি স্ট্যাটাসের কারণে তিন মাসের জন্য তার সদস্যপদ স্থগিত করা হয়েছে। বিষয়টিকে কেউ কেউ বলছেন—‘লঘু পাপে গুরু দণ্ড’।

সমিতি নিয়ে কটূক্তি করায় এই সিদ্ধান্ত নিয়েছে কার্যনিবাহী পরিষদ। এ প্রসঙ্গে সংগঠনটির সাধারণ সম্পাদক শামসুল আলম রাইজিংবিডিকে বলেন, ‘‘তিন মাসের জন্য কার্যনির্বাহীর সকল সভা থেকে তাকে বিরত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কারণ সমিতির মিটিং চলাকালীন সবার ছবি তুলে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন নদী। সেখানে লিখেন, ‘সবাই বাঁচাল, অনেক প্যাঁচাল’। এরপর অনেক সদস্য আমাদের ফোন করে আপত্তি জানান। পরবর্তী সময়ে আলোচনা করে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। কিন্তু নদী সদুত্তর দিতে পারেননি। বরং বুঝাতে চেয়েছেন, তিনি যা লিখেছেন তা ঠিক লিখেছেন। তার ব্যাখ্যা সন্তোষজনক নয়। আবার চূড়ান্ত কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। ওই চিঠিতেও বুঝাতে চেয়েছেন, তিনি যা করেছেন সেটা ঠিক আর আমরা চিঠি দিয়ে ভুল করেছি। তারপর সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী এই ব্যবস্থা গ্রহণ করি।’’

নিজেরা বসে বিষয়টি সমাধান করতে পারতেন কিনা? উত্তরে তিনি বলেন, ‘সরি বললে অবশ্যই সমাধান হয়ে যেত। কিন্তু নদী সরি বলেননি।’

এ বিষয়ে ইলা জাহান নদী রাইজিংবিডিকে বলেন, ‘‘আমি ফেসবুকে একটি পোস্ট দেই। সেখানে কিছু কথা লেখার পর ‘হোপফুল’ লিখি। বিষয়টি আমি পজেটিভলি বুঝাতে চেয়েছি। কিন্তু কয়েকদিন পর আমাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। পরে আমি এর ব্যাখ্যা দেই। আমি তাদের বুঝাতে চেয়েছি, এটা ইতিবাচকভাবে লিখেছি। আমার লেখায় কেউ কষ্ট পেলে দুঃখ প্রকাশ করছি- একথাও লিখেছিলাম। তারপরও তারা কেন বিষয়টি বুঝতে চাইলেন না বা পারলেন না জানি না। এই সামান্য কারণে তিন মাসের সদস্যপদ স্থগিত হলো! তাছাড়া হাতে হাতে চিঠি দিতে কেন এত দেরি হলো সেটাও বুঝতে পারছি না।’

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি বাণিজ্য মন্ত্রণালয়ের নিবন্ধনকৃত এফবিসিসিআই’র অঙ্গ সংগঠন। মামলা ও নানা জটিলতার কারণে সাত বছর বন্ধ ছিল এই সমিতির নির্বাচন। এর আগে ২০১১ সালের ১৮ আগস্ট সমিতির নির্বাচন হয়। মাত্র কয়েক মাসের মাথায় কার্যনিবার্হী পরিষদের মধ্যে এমন জটিলতা নিয়ে আশাহত হয়েছেন অনেকেই।


ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়