ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

তাদের ‘ষড়ঋতু’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৮, ১ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তাদের ‘ষড়ঋতু’

আদিত্য এ সময়ের বেশ নামকরা চিত্রশিল্পী। ডিগ্রি অর্জন করে প্রথমে একটি আর্ট ফার্মে কাজ করতেন। পরবর্তীতে নিজের আঁকা ছবি দিয়ে একটি আর্ট গ্যালারি প্রতিষ্ঠা করেন। সর্বদা বাস্তবধর্মী ছবি আঁকতে বেশি পছন্দ করে আদিত্য। সজীব আদিত্যর সহকারী। আদিত্য সিদ্ধান্ত নেয়, এক বছরে ছয়টি ঋতুর ভিন্ন ভিন্ন ছয়টি ছবি আঁকবেন। ছবিগুলো হবে একটি মেয়ের।

এই ছবির জন্য আদিত্য ও তার সহকারী মিলে অনেকদিন মডেল খুঁজেন কিন্তু কোনোভাবেই মডেল না পেয়ে মডেল চেয়ে একটি বিজ্ঞাপন দেয়া হয়। এদিকে অন্তিকা চারুকলার প্রথম বর্ষের শিক্ষার্থী। বিজ্ঞাপন দেখে আদিত্যর সঙ্গে দেখা করার পথ খুঁজে পায় অন্তিকা। তারপর ঘটতে থাকে নানা ঘটনা।

এমন গল্প নিয়ে গড়ে উঠেছে ‘ষড়ঋতু’ নাটকের কাহিনি। এটি রচনা করেছেন শিবু কুমার শীল। পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। আদিত্য চরিত্র রূপায়ন করেছেন আফজাল হোসেন। অন্তিকা চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী। এছাড়াও অভিনয় করেছেন ফেরদৌসী লিনা, আর আই রবিন, রাজিব রাজ প্রমুখ।

এরই মধ্যে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। আগামী ৩ জানুয়ারি রাত ১১টা ২০ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচার হবে নাটকটি।


ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়