ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

তারা নেমে এলো মাটিতে

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২২, ১২ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তারা নেমে এলো মাটিতে

রুপালি তারকাদেরও থাকে সামাজিক দায়িত্ববোধ। সেই দায়িত্ব অনেকেই এড়িয়ে যান। কিন্তু দীপিকা পাড়ুকোন প্রমাণ করেছেন- তিনি অন্য ধাতুতে গড়া। অভিনয় দিয়ে একের পর এক নিজেকেই যেন ছাড়িয়ে যাচ্ছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে দীপিকা অভিনীত ‘ছাপাক’।

এসিড সন্ত্রাসের শিকার লক্ষ্মী আগরওয়ালকে নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। এখানে তিনি এসিড আক্রান্ত নারীর ভূমিকায় অভিনয় করেছেন। মেঘনা গুলজার পরিচালিত সিনেমাটি ইতোমধ্যেই সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। ফলে হাসি ফুটে উঠেছে দীপিকার মুখে।

অভিনয়ের পাশাপাশি ফক্স স্টুডিওর সঙ্গে এই সিনেমা প্রযোজনাও করেছেন দীপিকা। সিনেমার প্রচারণায় তাকে এবার দেখা গেল মুম্বাইয়ের পথশিশুদের সঙ্গ দিতে। এ সময় তিনি কতটা হাসিমুখে ছিলেন এই ছবিগুলোই তার সাক্ষ্য দিচ্ছে।

মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্রিশগড় রাজ্য সরকার সিনেমাটির ট্যাক্স ফ্রি ঘোষণা করেছে।

 

ঢাকা/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়