ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জনম দুঃখীদের পাশে পর্দার নায়ক

প্রকাশিত: ১২:১৯, ১৬ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জনম দুঃখীদের পাশে পর্দার নায়ক

চলচ্চিত্রের পর্দায় নায়কদের সব সময় অন্যায়-অবিচারের বিরুদ্ধে লড়াই করতে দেখা যায়। ভাগ্য বিড়ম্বিত অসহায় মানুষের পাশে থাকেন তারা। তাদের মুখে শোনা যায় মানবিকতার বড় বড় বুলি। কিন্তু বাস্তবে?

‘জীবন রুপালি পর্দা নয়’- একথা যারা বলেন তাদের ধারণা ভুল প্রমাণ করলেন চিত্রনায়ক জায়েদ খান। সিনেমার মতো বাস্তবেও তিনি অসহায়ের সহায় হলেন। রাজধানীর শীতার্ত মানুষের শরীরে জড়িয়ে দিলেন শীতের কাপড়। এসময় তার সঙ্গে ছিলেন চিত্রনায়ক আলেক জান্ডার বো, মারুফ, জয় চৌধুরী।

জায়েদ খান রাইজিংবিডিকে বলেন, ‘আমরা সব সময় মানুষের পাশে রয়েছি। চলচ্চিত্র ও শিল্পীদের পাশে রয়েছি। তাদের মাঝেও সমিতির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়াও ঢাকাসহ বিভিন্ন এলাকার মানুষ শীতে কষ্ট করছেন। তাদের জন্য কিছু করার জন্য মন টানে। তাই গতকাল রাতে ফুটপাতে শুয়ে থাকা অসহায় মানুষগুলোকে কম্বল দিয়েছি। জানি, এটি সামান্য উদ্যোগ। কিন্তু কাজটি নিয়মিত করতে চাই।’

চিত্রনায়ক জায়েদ খান বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।


ঢাকা/রাহাত সাইফুল/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়