ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মিলনকে নিয়ে সুমনের ভেলকিবাজি

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২০, ১৭ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিলনকে নিয়ে সুমনের ভেলকিবাজি

প্রতি বছর কতশত সিনেমার মহরত এবং নাম ঘোষণা হয়। কয়টি সিনেমা শেষ পর্যন্ত আলোর মুখ দেখে? অধিকাংশ সিনেমা ঘোষণাতেই শেষ! হয় না ক্যামেরা ওপেন, জ্বলে না লাইট। অনেকে ফাঁকা আওয়াজ দিয়ে আলোচনার কৌশল হিসেবে সিনেমার নাম ঘোষণা করেন। আবার কোন কোন সিনেমা বিভিন্ন কারণে শুটিং পর্যন্ত যেতে ব্যর্থ হয়। এই তালিকায় রয়েছে ওয়াজেদ আলী সুমনের ‘লাগ ভেলকি’।

২০১৮ সালের মে মাসে এই সিনেমার নাম ঘোষণা করা হয়। এতে জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলনকে ভিন্ন লুকে দেখা যাবে বলে ঘোষণা দেন নির্মাতা। মিলনকে দাড়ি-গোঁফে দেখা যাবে- এমন লুকে ছবিও প্রকাশ করা হয়।

এতে মিলনের চরিত্রটির নাম শিবু। ছেলেটির বেড়ে ওঠা শ্মশানে। ছেলেটির চোখে সবসময় লাশ পোড়ানোর ছবি ভাসে। কানে আসে কান্নার শব্দ। যে কারণে সে কথা কম বলে। ফলে অনেকে তাকে ‘পাগল’ মনে করে। আসলে তার পেছনে একটা ঘটনা থাকে।

চেরি এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন টপি খান। সিনেমাটির শুটিং এখন পর্যন্ত শুরু হয়নি। পরিচালক ওয়াজেদ আলী সুমন রাইজিংবিডিকে বলেন, ‘সিনেমাটি আপাতত করছি না। বিভিন্ন কারণে এর কাজ থেমে আছে।’

এছাড়াও সম্প্রতি দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দেন এই নির্মাতা। এ বিষয় জানতে চাইলে তিনি বলেন, ‘সব কিছু ঠিক হলে জানাবো।’

 

ঢাকা/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়