ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘কাঠবিড়ালী আবেগতাড়িত করেছে’

প্রকাশিত: ০৮:২৩, ১৮ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘কাঠবিড়ালী আবেগতাড়িত করেছে’

‘অনেকদিন পর ভালো গল্পের একটা সিনেমা দেখলাম।  নির্মাণও দারুণ হয়েছে! বিরতীর পরে পুরোপুরি গল্পের মধ্যে ডুবে গিয়েছিলাম। কাঠবিড়ালী আমাকে আবেগতাড়িত করেছে।’ কথাগুলো বলছিলেন সিনেমাটি দেখতে আসা তরুণ দর্শক মীর জুনায়েদ।

নিয়ামুল মুক্তা পরিচালিত সিনেমাটি গতকাল মুক্তি পেয়েছে।  স্টার সিনেপ্লেক্সে শো দেখার পর সিনেমাটির প্রশংসা করে অনেকেই বলেছেন- প্রত্যেকেই দুর্দান্তভাবে নিজেদের মেলে ধরেছেন।  পরিচালক নির্মাণে মুন্সিয়ানা দেখিয়েছেন।

‘কাঠবিড়ালী’ সিনেমায় ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন নবাগত আসাদুজ্জামান আবীর।  নিয়ামুল মুক্তা বলেন, ‘আমাকে অনেক কাঠখোড় পোড়াতে হয়েছে।  এখন দর্শকের প্রশংসা শুনে ভালো লাগছে।  মনে হচ্ছে আমার কষ্ট স্বার্থক।’

সিনেমাটি দেশের ১৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।  ২০১৭ সালের মার্চে পাবনার ভাঙ্গুড়া উপজেলার গজারমারা গ্রামে পরিচালকের বাড়িতে সিনেমার শুটিং শুরু হয়।  স্পর্শিয়া-আবীর ছাড়া আরো অভিনয় করেছেন— সাঈদ জামান, শাহরিয়ার ফেরদৌস, শিল্পী সরকার, হিন্দোল রায়, এ কে আজাদ, তানজিনা রহমান।  চিত্রনাট্য রচনা করেছেন তাসনিমুল তাজ।

 

ঢাকা/রাহাত সাইফুল/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়