ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঢাকাই চলচ্চিত্রে বলিউডের আরমান মালিক

প্রকাশিত: ০৯:৩২, ২১ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকাই চলচ্চিত্রে বলিউডের আরমান মালিক

‘বলো দো না জারা’, ‘ওয়াজা তুম হো’, ‘তুম হে আপনা বানানে কা’, ‘জাব তাক’, ‘হুয়া হে আজ পেহেলি বার’-এর মতো জনপ্রিয় গানগুলোর শিল্পী বলিউডের আরমান মালিক।

জনপ্রিয় এই শিল্পী কলকাতার বাংলা সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন। প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমার গানে কণ্ঠ দিলেন আরমান মালিক।

তরুণ নির্মাতা এম রহিম পরিচালিত ‘শান’ সিনেমার একটি গান গেয়েছেন তিনি। আহমেদ হুমায়ূনের সুর ও সংগীতে ‘দেখলে তোমাকে’ শিরোনামের গানে সম্প্রতি কণ্ঠ দেন আরমান। মুম্বাইয়ের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আরমান মালিক। ‘শান’ সিনেমার পরিচালক বলেন, ‘বাংলাদেশের সিনেমার গানে কণ্ঠ দিতে পেরে আরমান খুব আনন্দিত। একটা নতুন ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু হলো তার। তিনি প্রত্যাশা করেন তার গানটি এ দেশের শ্রোতারা গ্রহণ করবেন।’

এম রহিম পরিচালিত ‘শান’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও পূজা চেরী। এতে আরো অভিনয় করছেন তাসকিন রহমান। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের মাঝামাঝি সময় সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।


ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়