ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মাশরাফির কাছে মিশা সওদাগরের একটাই চাওয়া

প্রকাশিত: ১২:২৭, ৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাশরাফির কাছে মিশা সওদাগরের একটাই চাওয়া

‘মাশরাফির অবসরে মহাকালের কাব্য সমাপ্ত হলো’- মন্তব্য করেছেন খল অভিনেতা মিশা সওদাগর। জাতীয় দলের অধিনায়কের পদ থেকে মাশরাফির অবসরের ঘোষণার কথা শুনে তিনি এ মন্তব্য করেন।

মিশা সওদাগর রাইজিংবিডিকে বলেন, ‘মাশরাফি আমাদের ক্রিকেটের মহাকাব্য। আজকে এই কাব্যের পরিসমাপ্তি হলো। এরপর আমরা তার মতো লিডার পাব কিনা আমি সন্দিহান! পুরো দলকে সে যেভাবে সামলে রাখত তা সোনার অক্ষরে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে লেখা থাকবে। আমাদের ক্রিকেটের যতটা সাফল্য এসেছে তার সিংহভাগ তার নেতৃত্বে হয়েছে।’

জিম্বাবুয়ের বিপক্ষে আগামীকাল শেষবারের মতো মাশরাফিকে জাতীয় দলের অধিনায়ক হিসেবে মাঠে নামতে দেখা যাবে। বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে বাংলা চলচ্চিত্রের সময়ের দাপুটে এই খল অভিনেতা বলেন, ‘আশা করব, আমাদের যেসব তরুণ ক্রিকেটার আছে তারা মাশরাফিকে সামনে রেখে, আইডল মনে করে খেলবে। তাহলে আগামীতে আরো মাশরাফি হয়তো আমরা পাব। সবশেষে একটাই কথা- এতদিন দলের জন্য, দেশের জন্য অবদান রাখায় ভালোবাসা জানাই। আশা করি, মাশরাফি ক্রিকেটের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত থাকবেন। তার এই যুক্ত থাকাটা খুব জরুরি।’


ঢাকা/রাহাত সাইফুল/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়