ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নারী দিবসে বলি তারকাদের বার্তা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৯, ৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নারী দিবসে বলি তারকাদের বার্তা

আজ আন্তর্জাতিক নারী দিবস। নিজেদের অধিকারের কথা জানিয়ে নানাভাবে দিনটি উদযাপন করছেন বিভিন্ন ক্ষেত্রের নারীরা। বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ বার্তা দিয়েছেন বলি তারকারা।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি ভিডিও পোস্ট করে নারীর ক্ষমতায়নের কথা বলেছেন অভিনেত্রী বিদ্যা বালান। তিনি বলেন, ‘আমার ইচ্ছা জীবনকে সম্পূর্ণ উপভোগ করা। উপলব্ধি করলাম এটি একজনই দিতে পারে- সেটি আমি। আমাকেই আমার সমস্যাগুলো তুলে ধরতে দিন।আমি বিশ্বাস করি, একভাবেই আমরা সহযোগিতা পেতে পারি— অধিকার আদায়ের জন্য দিনের পর দিন নিরলস পরিশ্রম করে।’

ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে মালাইকা আরোরা লিখেছেন: ‘বিবাহিতা নারীই যে সবচেয়ে সুখী তা নয়। এমনকি যারা সিঙ্গেল তারাও না। যাদের ক্যারিয়ার ও আয় ভালো তারাও না। সুখী তারাই যারা পুরোপুরি ও সত্যিকার অর্থে নিজেদের ভালোবাসার সিদ্ধান্ত নিয়েছেন। অতীত ভুলে যে নারী আত্মমর্যাদার সঙ্গে কাজ করে যাচ্ছেন এবং তাদের এই কাজের জন্য উচ্চ মূল্য দাবি করছেন। তারা আর ভিকটিম নয়। তারা নিজেদের দুঃখে ঘ্যানঘ্যান করে না। ক্ষোভ, দুঃখ ও তিক্ততা ভুলে তারা সামনে এগিয়ে যায়। তারা বুঝতে পেরেছে সুখী থাকাটা সম্পূর্ণ নিজের ব্যাপার। অতীত নয়, বর্তমান দিয়েই নিজেদের তুলে ধরতে চান। তারা সুখী কারণ অন্যদের স্বীকৃতি তাদের প্রয়োজন নেই। নিজেদের চমকিত করার জন্য অন্যের সমালোচনা করারও প্রয়োজন পড়ে না। কারণ তারা রানি হয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। আজ এবং প্রতিদিনই নারী দিবস।’ 

কিয়ারা আদভানি লিখেছেন, ‘অসাধারণ নারীদের জানাচ্ছি নারী দিবসের শুভেচ্ছা। নিজের মতো করে নিজেকে ভালোবাসুন, অন্য কারো স্বীকৃতির প্রয়োজন নেই। সবাইকে অনেক অনেক ভালোবাসা।’

নির্মাতা করন জোহর লিখেছেন: ‘নারীদের কোনো উদযাপন অথবা স্বীকৃতির প্রয়োজন নেই। এটা পুরুষের প্রয়োজন, যখন তিনি সত্যিই নারীর শক্তি ও প্রভাব উপলব্ধি করবে।’

বলিউডে নারী-পুরুষ বৈষম্য নিয়ে সোচ্চার থাকেন অভিনেত্রী তাপসী পান্নু। এছাড়া নারীকেন্দ্রীক বেশ কয়েকটি সিনেমাতেও অভিনয় করেছেন। তার সর্বশেষ সিনেমা থাপ্পড় নারীর ওপর পারিবারিক সহিংসতা নিয়ে তৈরি। নারী দিবসে এই সিনেমার কলাকুশলীদের সঙ্গে ছবি পোস্ট করেছেন তাপসী।

অভিনেত্রী এশা দেওল ইনস্টাগ্রামে তার ছবি পোস্ট করে লিখেছেন: ‘প্রিয়, জীবন অনেক কঠিন, তবে তুমিও। নারী দিবসের শুভেচ্ছা আজ, আগামীকাল এবং প্রতিদিন।’  

অভিনেত্রী শিল্পা শেঠি তার একটি ছবি পোস্ট করে নারীর সমান অধিকারের কথা বলেছেন। অন্যদিকে অভিনেত্রী রাধিকা আপ্তে একই বিষয় উল্লেখ করেছেন।


ঢাকা/মারুফ/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়